Advertisment

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নো বলের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ও ওয়ানডে সিরিজে দেখা যেতে চলেছে এক নতুন ঘটনা। অন-ফিল্ড আম্পায়ারদের বদলে ফ্রন্ট ফুট নো-বলের সিদ্ধান্ত জানাবেন থার্ড আম্পায়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Third umpire to call no balls in India-West Indies series

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নো বলের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ও ওয়ানডে সিরিজে দেখা যেতে চলেছে এক নতুন ঘটনা। অন-ফিল্ড আম্পায়ারদের বদলে ফ্রন্ট ফুট নো-বলের সিদ্ধান্ত জানাবেন থার্ড আম্পায়ার। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisment

আগামিকাল অর্থাৎ শুক্রবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও কায়রন পোলার্ড। টি-২০ সিরিজের পর দুই দেশের মধ্য়ে অনুষ্ঠিত হবে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। গোটা সিরিজ জুড়ে আইসিসি এই ফ্রন্ট ফুট নো-বলের ট্রায়াল চালাবে।

আরও পড়ুন-ঋষভ ম্য়াচ-উইনার, আমরা ওর পাশেই আছি : বিরাট কোহলি

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, “ট্রায়াল চলাকালীন থার্ড আম্পায়ারের দায়িত্ব থাকবে প্রতিটি বল মনিটর করার। ফ্রন্ট ফুট নো বলের সিদ্ধান্ত সে অন-ফিল্ড আম্পায়ারকে জানাবে। অন-ফিল্ড আম্পায়ারা থার্ড আম্পায়ারের নির্দেশ ছাড়া নো বলের সিদ্ধান্ত জানাতে পারবেন না। বাকি সব সিদ্ধান্তই অন-ফিল্ড আম্পায়ার নিতে পারবে। এই ট্রায়ালের পরেই বোঝা যাবে যে নতুন প্রযুক্তি নো বল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা নিখুঁত! দেখতে হবে খেলায় কতটা কম বিঘ্ন ঘটছে।”

তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য় ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও সনজু স্য়ামসন।

তিন ম্য়াচের টি-২০ সিরিজের জন্য় উইন্ডিজ দল: ফ্যাবিয়ান অ্যালেন, ব্র্য়ান্ডন কিং, দীনেশ রামদিন, শেলডন কটরেল, এভিন লুইস, শেরফান রাদারফোর্ড, শিমরন হেটমায়ার, খারি পিয়ের, লেন্ডি সিমন্স, জেসন হোল্ডার, কায়রন পোলার্ড (অধিনায়ক), হেডেন ওয়ালস জুনিয়র, কেমো পল, নিকোলাস পুরান ও কেসরিক উইলিয়ামস।

India West Indies ICC
Advertisment