দু’মিনিটে দেখুন এক অন্য কাশ্মীর, পৌঁছে যাবেন মন ভালোর জগতে

চার বছর আগের ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে ভারত-পাকিস্তান মিলিয়ে প্রাণ হারিয়েছিলেন ৫৫৭ জন। বন্যা বিধ্বস্ত কাশ্মীরকে ফুটবলের হাত ধরেই স্বাভাবিক করতে চেয়েছিলেন স্থানীয় এক সংবাদপত্রের মালিক শামিম মিরাজ।

চার বছর আগের ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে ভারত-পাকিস্তান মিলিয়ে প্রাণ হারিয়েছিলেন ৫৫৭ জন। বন্যা বিধ্বস্ত কাশ্মীরকে ফুটবলের হাত ধরেই স্বাভাবিক করতে চেয়েছিলেন স্থানীয় এক সংবাদপত্রের মালিক শামিম মিরাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Real Kashmir

দু’মিনিটে দেখুন এক অন্য কাশ্মীর, পৌঁছে যাবেন মন ভালোর জগতে (ছবি ফেসবুক)

আই-লিগ শুরুর আগে থেকেই খবরের শিরোনামে রিয়াল কাশ্মীর। এবারের টুর্নামেন্টের অভিষেককারী এই দলকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মিনের্ভা পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে কাশ্মীর। আর এই জয়ের পরেই টুইটারে শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে। রিয়াল কাশ্মীর দল একটা দুর্দান্ত বিজ্ঞাপন বানিয়ে তাদের গল্প বলেছে ২মিনিটি ৮ সেকেন্ডে। নিজেদের ফেসবুক পেজ থেকে এই ভিডিও পোস্ট করেছে তারা। এই মুহূর্তে ইউটিউবে ১৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন শেষ চার দিনে।  

Advertisment

কেন রিয়াল কাশ্মীরকে নিয়ে এত কথা চারদিকে ? কাশ্মীর বলতেই চোখের সামনে ভেসে ওঠে ভূ-স্বর্গ। প্রকৃতি তার রূপের ডালি উপচে দিয়েছে এই ভূখণ্ডকে। কিন্তু কাশ্মীর মানে আবার সন্ত্রাসও বটে। খোদ মৃত্যুপুরীতে পরিণত হওয়া একটা জায়গা। প্রতিনিয়ত সন্ত্রাস, গোলাগুলি আর বারুদে স্তব্ধ হয়ে যায় কাশ্মীরের জনজীবন। আর এই কাশ্মীরকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে ফুটবল। সৌজন্যে রিয়াল কাশ্মীর এফসি। জম্মু-কাশ্মীরের প্রথম দল হিসেবে আই-লিগ খেলছে তারা। ভারতীয় ফুটবলে নয়া ইতিহাস লিখেছে শ্রীনগরের এই ক্লাব। আই-লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে আজ এই জায়গায় তারা। ভারতীয় ফুটবলে পেশাদার লিগ শুরু হওয়ার পর ২২টা বছর লেগে গেল। অবশেষে কাশ্মীরের কোনও ক্লাব দেশের প্রথমসারির লিগ খেলছে।

Advertisment

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের প্রথম দল হিসেবে আই-লিগ খেলবে রিয়াল কাশ্মীর, ওদের ইতিহাসটাও জেনে নিন

চার বছর আগের ভয়ঙ্কর বন্যায় ভেসে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই প্রাকৃতিক দুর্যোগের প্রকোপে ভারত-পাকিস্তান মিলিয়ে প্রাণ হারিয়েছিলেন ৫৫৭ জন। বন্যা বিধ্বস্ত কাশ্মীরকে ফুটবলের হাত ধরেই স্বাভাবিক করতে চেয়েছিলেন স্থানীয় এক সংবাদপত্রের মালিক শামিম মিরাজ। রিয়াল কাশ্মীর নামের একটি ফুটবল ক্লাবের সূচনা করেন তিনি।মিরাজের কাছে না ছিল টাকা, না ছিল ফুটবলার। ট্রেনিংয়ের সুযোগ সুবিধা সেখানে নিছকই স্বপ্ন। সেখান থেকে রূপকথার উত্থান। আজ কাশ্মীর খেলছে আই-লিগ।