Advertisment

আজকের দিনেই জীবনের প্রথম ও শেষ টেস্ট খেলেছিলেন শচীন

২০১৩ সালে দ্বি-শত টেস্ট খেলে ২৪ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টেনেছিলেন ক্রিকেট ঈশ্বর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার মাঠে নেমে ৭৪ রানে আউট হয়েছিলেন তিনি। ভারত ইনিংস ও ১২৬ রানে ম্যাচ জিতে নিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
sachin-tendulkar-759

অভিষেক টেস্টে শচীন (ছবি এক্সপ্রেস ফোটো)

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর ফিরে গেলেন স্মৃতির সরণীতে। বৃহস্পতিবার অর্থাৎ আজ টুইট করে মাস্টারব্লাস্টার মনে করালেন যে, ঠিক ২৯ বছর আগে আজকের দিনেই তিনি প্রথমবার দেশের জার্সিতে ব্যাট ধরেছিলেন। সালটা ছিল ১৯৮৯। তারিখটা ছিল ১৫ নভেম্বর। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অভিষেক করেছিলেন তিনি। আধুনিক ক্রিকেটের ডনের তখন বয়স ছিল ১৬।

Advertisment

পাকিস্তানের বিরুদ্ধে ভারত সেই ম্যাচ টা ড্র করেছিল। শচীনের ব্যাট থেকে প্রথম ইনিংসে এসেছিল মাত্র ১৫টি রান। আইসিসি টুইট করে আরও একটি বিষয় মনে করিয়ে দিল যে, এই দিনে শুধু শচীনই নন, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসও প্রথম টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছিলেন। ১৭ বছর বয়সে ওয়াকারের টেস্ট অভিষেক হয়েছিল। ঘটনাচক্রে শচীন জীবনের বিদায়ী টেস্টও খেলেছিলেন ১৫ নভেম্বর। ২০১৩ সালে দ্বি-শত টেস্ট খেলে ২৪ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টেনেছিলেন ক্রিকেট ঈশ্বর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার মাঠে নেমে ৭৪ রানে আউট হয়েছিলেন তিনি। ভারত ইনিংস ও ১২৬ রানে ম্যাচ জিতে নিয়েছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জেতার এটাই সেরা সুযোগ: শচীন

শচীনের পরিসংখ্যানই বলে দেয় যে, কী মানের ক্রিকেটার ছিলেন এই ভারতরত্ন। ২০০টি টেস্টে তাঁর ব্যাট থেকে ৫৩.৭৮-এর গড়ে এসেছে ১৫,৯২১ রান। ৫১টে সেঞ্চুরি করেছেন তিনি। ৪৬৩টি ওয়ান-ডে ম্যাচ খেলা শচীন ৪৪.৮৩-এর গড়ে ১৮,৪২৬ রান করেছেন। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর ৪৯টি শতরান রয়েছে।

Sachin Tendulkar BCCI ICC
Advertisment