Advertisment

Match Fixing in cricket: গ্রেফতার বিশ্বের ১ নম্বর ওয়ানডে বোলার! গড়াপেটায় তছনছ করা অভিযোগে তোলপাড় বিশ্ব

Cricket match fixing: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন কিছু নয়। এবার আরও তিন ক্রিকেটার গ্রেফতার হলেন। তোলপাড় বিশ্ব ক্রিকেট আবারও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bat and ball, cricket, representational image

Cricket: ক্রিকেট বিশ্বের বড় খবর (প্রতিনিধিত্বমূলক ছবি: টুইটার)

South African Cricket match fixing: ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রাক্তন তিন ক্রিকেটার। ২০১৫/১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ-এ গড়াপেটার অভিযোগের তির লোনোয়াবে সোসবে, থামি সলিকিলে এবং এথি ভালটির দিকে। ডিপিএসআই-য়ের জরুরি দুর্নীতি মোকাবিলা সংস্থার তদন্তের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে তিন ক্রিকেটারকে।

Advertisment

দুর্নীতি মোকাবিলা আইনের ১৫ নম্বর সেকশন অনুযায়ী, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০১৬-য় প্রাক্তন ক্রিকেটার গুলাম বোদির কাণ্ডে প্রথম সন্দেহ দানা বাঁধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি মোকাবিলা সংস্থার আধিকারিকদের। তারপরেই তদন্তে প্রকাশ পায় বোদি স্থানীয় তিন টি২০ ম্যাচে গড়াপেটার জন্য একাধিক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

কর্নেল মোগালে ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, "সলেকিলে এবং সোসবে দুজনের বিরুদ্ধেই দুর্নীতির ১৪ ধারায় দুর্নীতির পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাঁদের অভিযুক্ত করা হয়েছে দুর্নীতিমূলক কার্যকলাপ প্রতিরোধ ও প্রতিরোধ আইন, ২০০৪ (PRECCA)-এ।

আরও পড়ুন: 

সেরার সেরা বোলারকে গোলাপি টেস্টের আগেই হারাল অস্ট্রেলিয়া! বিধ্বংসী ভারতের সামনে আরও চাপে অজিরা

দুজনকেই শুক্রবার প্রিটোরিয়ার বিশেষ বাণিজ্যিক অপরাধ আদালতে হাজির করা হয়েছিল। যেখানে সংশ্লিস্ট মামলাটি আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।”

ভালাতি আগেই প্রিটোরিয়ার বিশেষ বাণিজ্যিক অপরাধ আদালতে হাজিরা দিয়েছিলেন। তাঁর মামলাটিও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। নভেম্বরের ২৯-এ আদালতে হাজির হন সোসবে এবং সোলেকিলে।

তিনজনের বিরুদ্ধেই অভিযোগ ম্যাচের ফলাফল বদলে দেওয়ার জন্য উপহার গ্রহণ করার। অভিযুক্ত তিন তারকা ক্রিকেটারের মধ্যে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছিলেন একমাত্র সোসবে। তিনি আইসিসি ক্রমতালিকায় বিশ্বের একনম্বর ওয়ানডে বোলারের কৃতিত্বও অর্জন করেছিলেন।

cricket South Africa Cricket Team Cricket News South Africa
Advertisment