/indian-express-bangla/media/media_files/2025/07/25/tilak-verma-century-2025-07-25-16-27-47.jpg)
দুরন্ত শতরান করলেন তিলক বর্মা
Tilak Verma: ইংল্যান্ডের মাটিতে ধামাকাদার পারফরম্য়ান্স করছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার তিলক বর্মা। প্রথম ম্য়াচে শতরান এবং দ্বিতীয় ম্য়াচে হাফসেঞ্চুরির পর, তৃতীয় ম্য়াচেও এই বাঁ-হাতি ব্যাটার নজরকাড়া শতরান করলেন ভারতের এই বাঁ-হাতি ব্যাটার। চার নম্বরে ব্যাট করতে নেমে তিলক ২৫৬ বলে ১১২ রানের স্মরণীয় একটি ইনিংস উপহার দেন। তিলকের এই ইনিংসে ১৩ চার এবং ২ ছক্কা রয়েছে। তিলকের এই ইনিংসের দৌলতে হ্যাম্পশায়ার ক্রিকেট দল তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৬৭ রান করেছেন। টি-২০ ক্রিকেটে ইতিমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিলক। এবার সাদা জার্সিতেও সকলের নজর কাড়ছেন তিনি।
আরও একটা শতরান হাঁকালেন তিলক বর্মা
এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল নটিংহ্যামশায়ার। প্রথম ইনিংসে তারা ৮ উইকেট হারিয়ে ৫৭৮ রান তোলে এবং ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হ্যাম্পশায়ারের হয়ে শুরুটা বেশ ভাল করেছিলেন জেমস ওয়েদারলি এবং মিডলটন। প্রথম উইকেটে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ওয়েদারলি এবং মিডলটন ৫২ রান করে আউট হয়ে যান। তবে শুরুটা ভাল হলেও সেই অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারলেন না নিক গুবিন্স। মাত্র ২৩ রান করে তিনি আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন তিলক বর্মা। তিলক আসতে না আসতেই গোটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাঠের চারদিকে একের পর এক নজরকাড়া শট মারতে শুরু করেন। ভারতের এই বাঁ-হাতি ব্যাটার ২৫৬ বলে ১১২ রান করেন। একদিক থেকে উইকেট পড়তে থাকলেও তিলক হ্যাম্পশায়ারের ইনিংসটা ধরে রাখেন। শেষপর্যন্ত দলের স্কোর ৩০০ টপকে যায়। তিলকের এই ইনিংসে ১৩ চার এবং ২ ছক্কা রয়েছে।
- Hundred in the 1st match.
— Manmohan (@GarhManmohan) July 25, 2025
- Fifty in the 2nd match.
- Hundred in the 3rd match.
- Tilak Verma The Future Superstar 🇮🇳 pic.twitter.com/wz1hgKsFJ8
তিলকের ব্যাটিং গর্জন
কাউন্টি ক্রিকেটে তিলক বর্মার ব্যাটিং এখনও পর্যন্ত সকলের নজর কেড়েছে। প্রথম ম্য়াচেই তিনি ধামাকাদার শতরান করেন। এসেক্সের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে তিলক বর্মা ২৪১ বলে ১০০ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। প্রথম ইনিংসে ৫৬ এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করেন তিনি। তিলক গত ৪ ইনিংসে মোট ৩১৫ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে জোড়া শতরান এবং একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।