Advertisment

জাতীয় দলের ক্যাপ্টেন এখন ওয়াটার বয়! অজি ক্রিকেটে চরম ‘অপমানিত’ পেইন

ব্যাগি গ্রিন অধিনায়ক থেকে কিনা ওয়াটার বয় হয়ে গেলেন টিম পেইন। এমনই ঘটনা এবার অজি ক্যাপ্টেনের ক্ষেত্রে। বিগ ব্যাশ লিগে পেইনকে দেখে চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update

ছিলেন ব্যাগি গ্রিন অধিনায়ক। তবে একটা সিরিজ হারে অতলান্তে তলিয়ে গিয়েছে। গর্বের অধিনায়ক এখন ওয়াটার বয়। ভারতের দ্বিতীয় সারির কাছে হারের পর এমনই 'অপমান' কার্যত সইতে হচ্ছে নেতা টিম পেইনকে।

Advertisment

ভারতের বিরুদ্ধে সিরিজের পর অস্ট্রেলিয়ার সামনে এখন দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ। তার আগে জাতীয় দলের সমস্ত ক্রিকেটার বিগ ব্যাশ খেলছেন। টিম পেইনও যোগ দিয়েছেন তাঁর ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স দলে। তবে হোবার্টের প্রথম একাদশে পেইন অটোমেটিক চয়েস নন। স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি।

আরো পড়ুন: হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

বরং তাঁকেই মাঠে জল বইয়ে নিয়ে যাওয়ার কাজ করতে হচ্ছে। চলতি সপ্তাহেই সিডনি সিক্সার্স এর বিরুদ্ধে খেলা ছিল হোবার্টের। সেখানেই টিম পেইনকে দেখা গিয়েছে ওয়াটার বয়ের ভূমিকায়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় টিম পেইন রীতিমত ট্রোলড।

ঘটনা হল, সিডনির বিপক্ষে পেইন বিশ্রাম নিয়েছেন না তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি- তা এখনো পরিষ্কার নয়। পেইন বিগ ব্যাশের প্রথম একাদশে সুযোগ না পেলেও ম্যাথু ওয়েড এবং মোজেস হেনরিক্সকে দেখা গেল তাঁদের দলের হয়ে অংশ নিতে।

ওয়েড জাতীয় দলের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্টের একাদশে খেললেও হেনরিক্স ছিলেন রিজার্ভ বেঞ্চে। সিডনির হয়ে হেনরিক্স চার নম্বরে ব্যাট করতেও নামলেন। ওয়েড আবার হোবার্টের দলে পেইনের সতীর্থ। তিনি হোবার্টের জার্সিতে নেমেই ৪৪ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেললেন। স্ট্রাইক রেট ১৯৫.৪৫। আজকে মঙ্গলবারই হোবার্ট খেলতে নামবে মেলবোর্ন রেনেগ্রাডসের হয়ে। সেই ম্যাচে পেইন দলে জায়গা পান কিনা, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia
Advertisment