Advertisment

১ বলেই ১৮ রান! বিশ্বের সবথেকে খরুচে বলের মালিক এবার ভারতীয়, ভিডিও দেখে মিলিয়ে নিন হিসেব

বিশ্বকে নতুন রেকর্ড উপহার দিল ভারতীয় ক্রিকেট

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ক্রিকেট ইতিহাসের বেনজির রেকর্ড ঘটে গেল। সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। তামিল নাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ১ বলে উঠল ১৮ রান! চিপক সুপার গালিস বনাম সালেম স্পার্টানস-এর ম্যাচে এমনই অভাবনীয় কাণ্ড ঘটে গেল।

Advertisment

সালেম স্পার্টানস ক্যাপ্টেন অভিষেক তানোয়ার শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন। সেই ওভারের শেষ বলেই ১৮ রান খরচ করে বসলেন তিনি। সবমিলিয়ে সেই ওভারেই খরচ করলেন ২৬ রান। যার সৌজন্যে চিপক গালিস স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ২১৭ তুলে ফেলেছিল।

কীভাবে এক বলে ১৮ রান ওঠা সম্ভব? আসুন হিসাব মিলিয়ে নেওয়া যাক। শেষ ওভারের শেষ বলেই অভিষেক ব্যাটসম্যানের স্ট্যাম্প নড়িয়ে দেন। তবে সেই বলটি নো হিসাবে বিবেচিত হয়। ফ্রি হিটের বলটিও নো করে বসেন। যে বল সপাটে ওভার বাউন্ডারি হাঁকান ব্যাটসম্যান। এমনকি পরের বল-ও নো হয়। সেই বলে ব্যাটসম্যান দৌড়ে দু-রান নেন।

অভিষেকের দুর্দশা অবশ্য পরের বলেও লাঘব হয়নি। পুনরায় ওয়াইড করে বসেন তিনি। শেষ বৈধ বলও ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়ে বসেন।

ম্যাচের পর সালেম ক্যাপ্টেন অভিষেক তানোয়ার বলেন, "শেষ ওভারের পুরো দায় আমার। একজন সিনিয়র বোলার হিসাবে চারটে নো-বল সত্যি হতাশার। হাওয়া বড়সড় প্রভাব ফেলে গেল। আমরা কোনও সাহায্যই পেলাম না।"

শেষ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ সিজনে অভিষেক ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। সেবার ২২ উইকেট তুলে নেন। চিপকের বিপক্ষে অবশ্য আগাগোড়া ছন্দহীন ছিলেন তিনি।

রান চেজ করতে নেমে সালেম মাত্র ১৬৫ তুলল। ৯ উইকেট খুঁইয়ে। ৬৫ রানে লজ্জার হার হজম করল সালেম স্পার্টানস।

Read the full article in ENGLISH

cricket tamil nadu Cricket News Tamilnadu
Advertisment