ক্রিকেটই বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা। জনগণের চাপের কাছে নতি স্বীকার করে নয়, অন্য কারণে বিচ্ছেদ বিসিসিআই ও ভিভোর।
আইসিসি ও ক্রিকেট
ফুটবল নয়, বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট।অন্তত ফেসবুকের ভিডিও ভিউয়ারশিপ যদি বিচার্য হয়, তাহলে ফুটবল সহ অন্যান্য খেলাদের পেরিয়ে বাজিমাত ক্রিকেটের। আইসিসি শুক্রবারই সরকারিভাবে জানিয়ে দিল এই তথ্য।
সেখানে জানানো হয়েছে, ফেসবুকের নিজস্ব সংখ্যা পরিমাপক টুল ক্রাউডট্যাঙ্গেল-এর বিচারে সমস্ত ক্রীড়ার মধ্যে ক্রিকেটের ভিডিও সবথেকে বেশি ভিউ হয়েছে।
আরও পড়ুন
জনগণের চাপ নয়, বোর্ডের সঙ্গে ভিভোর বিচ্ছেদের পিছনে অন্য কারণ, ফাঁস হল
সেখানেই জানা গিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে আইসিসির ফেসবুকের ভিডিও দেখেছেন ১.৬৫ বিলিয়ন ব্যবহারকারী। অন্যান্য প্রথম সারির ক্রীড়া সংস্থার পেরেন্ট বডির ফেসবুক ভিডিওর ভিউ থেকে যা অনেকটাই বেশি। পরিসংখ্যান বলছে এপ্রিল-মে মাসের লকডাউন সময়ে আইসিসির ফেসবুক পেজে মতের আদান প্রদান অনেকটাই বেড়েছে। যা ফিফা সহ অন্যান্য ক্রীড়া সংস্থার পেরেন্ট বডির ফেসবুক পেজ থেকে আড়াই গুণ বেশি।
শেষ বারো মাসে আইসিসির ফেসবুক পেজের ইন্টারেকশন সবার থেকে বেশি। অনূর্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের একদিনেই আইসিসির ফেসবুক পেজের ইন্টারএকশন ৪.৪ মিলিয়ন।
আড়ে বহরে ক্রমশ বাড়ছে আইসিসি। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ ১৯ বিশ্বকাপে ফেসবুকে আইসিসির ভিডিও ভিউয়ের সংখ্যা ছিল ৭৪৭ মিলিয়ন। ২০১৮ সংস্করণের থেকে যা ৭০০ শতাংশ বেশি। শুধু তাই-ই নয়, মার্চে মহিলাদের টি২০ বিশ্বকাপের সময় আইসিসির ডিজিটাল চ্যানেলে ভিডিও ভিউ করেছেন ১.১ বিলিয়ন সমর্থক। যা পূর্ববর্তী সংস্করণের থেকে ১৯০০ শতাংশ বেশি।
পাশাপাশি আইসিসির তরফে বলা হয়েছে ২০১৯ ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের সময় আইসিসির ডিজিটাল মাধ্যমে ভিডিও ভিউয়ারশিপ সংখ্যা ৪.৬ বিলিয়ন।
বিসিসিআই ও ভিভো-র নেপথ্যে
গোটা দেশে চিনা বিরোধী মনোভাবের কারণেই সরানো হয়েছে ভিভোকে। এমনটাই বলছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল। তবে অর্থনীতি কিন্তু অন্য কথা বলছে। বলা হয়েছে আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই আইপিএল থেকে চলতি বছরে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে ভিভো। এই সিদ্ধান্তে ভারতে চীনা-বিরোধী মনোভাব কোনো ভাবেই ফ্যাক্টর নয়।
২৪ ঘন্টা আগেই বোর্ডের তরফে সংক্ষিপ্ত মেলে জানানো হয়েছে চলতি বছরে টাইটেল স্পনসর ভিভোকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত তা সরকারিভাবে স্পষ্ট করে জানানো হয়নি।
আরও পড়ুন
‘ভাত-ঘুমে’ বাঁদর, ঢুলু ঢুলু নিদ্রার ভিডিওয় মজা সকলের
গালওয়ানে সীমান্তে সংঘাতের পরেই কেন্দ্রীয় সরকার ৫৯ টি চিনা এপ বাতিল করে আর্থিক প্রত্যঘাতের উদ্দেশ্যে। গোটা দেশ জুড়েই চিনা-বিরোধী মনোভাব একদমই প্রকট। তবে সীমান্তে যুদ্ধের আবহের মধ্যেই বোর্ডের তরফে জানানো হয়, ভিভো-র সঙ্গে টাইটেল স্পন্সরশিপ খতিয়ে দেখবে তারা। তারপর গত রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেই নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় ভিভোকে টাইটেল স্পনসর করেই এগোনো হবে টুর্নামেন্ট। এরপরে প্রবল বিক্ষোভের মধ্যে পড়ে বিসিসিআই। আরএসএস এর শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দেয়।
তারপরেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি। কালবিলম্ব না করেই সরকারিভাবে সেকথা জানিয়ে দেয় বিসিসিআই। ভারতীয় কোনো স্পোর্টিং ইভেন্টে এমন পরিস্থিতি এবারই প্রথমবার ঘটল।
ঘটনা হল, ভারতীয় বোর্ড বা ভিভো কোনো তরফেই জনগনের সেন্টিমেন্টের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেয়নি। আর্থিক দিক থেকেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দুই পক্ষ। বাজার-অর্থনীতিতে অভিজ্ঞ ব্যক্তিরা এমনটাই বলছেন। ক্রীড়া বিষয়ক আইনজীবী নন্দন কামাথ বলছিলেন, "যদি দুই পক্ষই রাজি হয় তাহলে একটি চুক্তিতে এরকম কাটাছেঁড়া করা সম্ভব, যেমন এক বছরের জন্য সাসপেনশন কিংবা ব্রেক আপ। এমন চুক্তিতে সরাসরি সরকারের হস্তক্ষেপ ছাড়া শুধু মাত্র জনগনের সেন্টিমেন্টের জন্য চুক্তি সাধারণত পরিবর্তন কেউ করে না।"
কেন এমন সিদ্ধান্ত নিল ভিভো। বলা হচ্ছে, চলতি বছরে আর্থিকভাবে সব সংস্থা ব্যবসায়ী সংগঠনই ক্ষতিগ্রস্ত। এমন সময়ে সূচি না মেনে ভারতের বাইরে বিদেশে দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল। টুর্নামেন্টের রেটিং কেমন থাকবে, তাও সংশয়ের মুখে। এমন পরিস্থিতিতে এমনিতেই ভিভো চলতি বছরে স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াতে চাইছিল। সীমান্ত সংঘাত এবং ভারতে প্রবল চীনা বিরোধী হওয়া সেই সুযোগ এনে দেয় ভিভোর কাছে।
এই সাসপেনশনের কারণে পরবর্তীকালে আরো বাড়তি একবছর টাইটেল স্পনসর হওয়ার সুযোগ থাকছে ভিভোর কাছে। ২০২০ তাদের কাছে 'জিরো ইয়ার' হিসাবেই বিবেচিত হবে। সবমিলিয়ে এই নির্বাসনে আদতে লাভবানই হবে ভিভো।
প্রসঙ্গত, ২০১৮ সালে বার্ষিক ৪৪০ কোটি টাকার চুক্তিতে বিসিসিআইয়ের সঙ্গে পাঁচ বছর টাইটেল স্পনসর হিসাবে সংযুক্ত হয় ভিভো। সেই চুক্তিতেই বলা হয়েছিল মার্চ-এপ্রিল মাসে টুর্নামেন্ট করা হবে প্রত্যেকবার। গ্রীষ্মে প্রতিবছর ভিউয়ারশিপ সর্বোচ্চ থাকে। তবে এবারেই ব্যতিক্রম ঘটে সূচিতে। তাই আর্থিক দিক থেকেই সরে দাঁড়াত ভিভো।
Read the full article in ENGLISH
ইংল্যান্ড সিরিজ স্থগিত
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের শুরুতেই ভারতে সীমিত ওভারের সিরিজে খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের। সেই সিরিজ আপাতত বিসিসিআই এবং ইসিবির সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। শুক্রবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল তথ্য।
বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় এবং বর্তমানে ভারতে করোনা পরিস্থিতির কারণে এই সিরিজ স্থগিত রাখা হল।
আরও পড়ুন
জনগণের চাপ নয়, বোর্ডের সঙ্গে ভিভোর বিচ্ছেদের পিছনে অন্য কারণ, ফাঁস হল
দুই দেশের ক্রিকেট বোর্ড আপাতত আলোচনা সাপেক্ষে পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করবে। জানানো হয়েছে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন ফরম্যাটেই ভারতে এই সিরিজ খেলার কথা ভাবছে দুই দেশের বোর্ড।
বোর্ডের সচিব জয় শাহ এদিন জানান, "ক্রিকেট শুরু করার পরে ইসিবি ও বিসিসিআই সূচি চূড়ান্ত করবে। ইংল্যান্ড বনাম ভারত ক্রিকেটীয় লড়াই বিশ্ব ক্রিকেটের অন্যতম উপভোগ্য বিষয়। যেভাবে বিসিসিআই এবং ইসিবি বিষয়টি সামলেছে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।" ইসিবির প্রধান কার্যনির্বাহী আধিকারিক টম হ্যারিসনও জানিয়েছেন, তাঁরা ভারত সফরের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন