Advertisment

দিনের বাছাই খেলার খবর: করোনা নিয়ে মুখ খুললেন সৌরভ, কোহলির স্বার্থ সংঘাত, ধোনির জন্মদিন

দিনের সেরা খবর এক ক্লিকে- সংক্রমণ-বার্তা সৌরভের। কোহলির স্বার্থ সংঘাত। আজ জন্মদিন । ভারতের কোচ হতে চাননি দ্রাবিড়। ধোনির জন্মদিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌরভ গঙ্গোপাধ্যায়

সংক্রমণ নিয়ে মুখ খুললেন সৌরভ। ধোনিকে নিয়ে জন্মদিনে পোস্ট সাক্ষীর। চুল কাটতে বলেছিলেন আকাশ চোপড়া। কোহলিকে নিয়ে এবার মুখ খুলল ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ভারতের কোচ হতে চাননি দ্রাবিড়। আজ ধোনির ৩৯ তম জন্মদিন।

Advertisment

সৌরভের সংক্রমণ-বাণী

করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে চলতি বছরে সংক্রমণের মাত্রা হয়ত আর কমবে না। এমনটাই মনে করছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে যেন অনেকটাই জানিয়ে দিলেন, চলতি বছরে দেশে আইপিএল আয়োজন হওয়ার সম্ভবনা কার্যত শূন্য।

জাতীয় দলের টেস্ট ওপেনার মায়ঙ্ক আগারওয়ালের সঙ্গে টুইটারে আলোচনা করছিলেন সৌরভ। সেখানেই করোনার প্রকোপ নিয়ে প্রশ্ন ভেসে আসে। তারপরেই সৌরভ সাফ জানিয়ে দেন, "সামনের দু-তিন মাস আরো কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের এটা সহ্য করতে হবে। তবে এই বছরের শেষের দিকে অথবা নতুন বছরের শুরুতে স্বাভাবিক জীবন ফিরে আসবে।"

সৌরভ অবশ্য আইপিএলের জন্য আশাবাদী। জানিয়েছেন, "প্রতিষেধক বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। ততদিন পর্যন্ত আমাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। আমরা সবাই জানি বিশ্বজুড়ে কী হয়ে চলেছে। তাই আমরা মোটেই অসুস্থ হয়ে পড়তে চাই না। একবার ভ্যাকসিন বেরিয়ে গেল অন্যান্য রোগের মতোই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে পড়বে।"

সংক্রমণ হয়ত খেলার জগত পুরোটাই বদলে দিয়েছে। তবে সৌরভ মনে করেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাটসম্যানদের কাছে বিভিন্ন পিচে ব্যাটিং করা চ্যালেঞ্জের হয়ে পড়বে। "সব পিচে ব্যাটিং ট্যাকটিক্স মোটেই এক হবে না। স্লো পিচে যেভাবে খেলতে হবে, ঘূর্ণি পিচে খেলার বিষয় আলাদা হবে। ফ্ল্যাট পিচে আরো খেলার ধরণ বদলাতে হবে। কোভিড আপাতত রিকভারির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আশা করি, এই বছরের শেষে পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে।"

সাক্ষীর বার্থডে উইশ

publive-image স্ত্রীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি

প্রত্যেক জন্মদিনে আবেগঘন পোস্ট করেন সাক্ষী ধোনি। ৭ জুলাই মানেই উৎসব রাঁচির সবথেকে বিখ্যাত পরিবারে। মহেন্দ্র সিং ধোনির জন্মদিন বলে কথা। তাই বরাবরের মতোই এবারেও সাক্ষী ধোনির জন্মদিনে আবেগতাড়িত হয়ে ফেসবুকে পোস্ট করে ফেললেন।

জাতীয় দলের জার্সিতে দেড় দশক খেলে অসামান্য কৃতিত্বের অধিকারী মাহি। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেজে জয়যাত্রার শুরু। ঠিক চার বছর পর দেশকে দ্বিতীয়বার ৩৭ বছর পর বিশ্বকাপ এনে দেন। ২০১৫ এ ধোনির হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়। তিনটে আইসিসি ট্রফি জেতা ধোনিই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। অন্তত পরিসংখ্যানের বিচারে। মহাতারকার জন্মদিনে তাই গোটা দেশ কঠিন সময়েও ধোনির জন্মদিন পালন করছে। এদিন বিরাট কোহলি, রবি শাস্ত্রী, সহ তারকা ক্রিকেটাররা ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষী ধোনি আবার ধোনিকে নিয়ে ৯টা ছবি শেয়ার করেছেন। ধোনি নিজের বাড়িতে সরমেয়দের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন, খেলছেন তা নিয়েই একাধিক ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, "এই দিন মার্ক করে রাখলাম। আরো একটা বছর চলে গেল। আরও একটু বৃদ্ধ হলে তুমি। সাদা চুল একটু বাড়ল। তবে আরো বেশি স্মার্ট এবং মিষ্টি হয়ে উঠলে। তুমি এমন একজন মানুষ যে এসব সুন্দর শুভেচ্ছা ও উপহারে একটুও বিগলিত হও না।" এরপরে সাক্ষী আরো লেখেন, "তোমার জীবনের আরো একটা বছর কেক কেটে, মোমবাতি নিভিয়ে সেলিব্রেট করি চলো। হ্যাপি বার্থডে, প্রিয় হাজবেন্ড।"

কোহলির স্বার্থ সংঘাত

publive-image বিরাট কোহলি

৪৮ ঘন্টা আগেই স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছিল বিরাট কোহলির বিরুদ্ধে। তারপরেই আসরে নামল সংশ্লিষ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সিইও বান্টি সাজদে জানান, নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য বিরাট কোহলির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে তৃতীয় পক্ষ।

মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার লাইফ মেম্বার সঞ্জীব গুপ্ত অভিযোগ করেছিলেন, বিরাট কোহলি স্বার্থ সংঘাতের ঘটনায় যুক্ত। তার যুক্তি ছিল, বিরাট একইসঙ্গে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক আবার একটি প্রজেক্টের ডিরেক্টরও, যে প্রজেক্টের কো ডিরেক্টররা কর্নারস্টোন স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড সংস্থার সঙ্গে জড়িত। এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থাই জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারকে প্ৰতিনিধিত্ব করে। বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈন জানান, সঞ্জীব গুপ্তের অভিযোগ খতিয়ে দেখা হবে। যাইহোক, সংবাদসংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সিইও বান্টি সাজদে জানালেন, "বিরাটের নাম প্রতি মুহূর্তে টেনে আনা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এই অভিযোগ পুরোপুরি অসত্য। আমাদের অন্যান্য ক্লায়েন্টদের মতোই বিরাট কর্নারস্টোনের এক্সক্লুসিভ ক্লায়েন্ট। একটি দায়িত্বশীল এজেন্সির মত আমরা স্পষ্ট করে জানাচ্ছি, আমাদের কোনো ক্লায়েন্টই স্বার্থ সঙ্ঘাতের ঘটনায় জড়িত নন। তবে কায়েমি স্বার্থের উদ্দেশে তৃতীয় পক্ষ এমন অভিযোগ আনছে।"

ধোনির লম্বা চুল

publive-image ধোনির লম্বা চুলের ভক্ত ক্রিকেট বিশ্ব

ধোনির লম্বা চুলের ভক্ত বিশ্বক্রিকেট। সেই চুলই নাকি কেটে ফেলতে বলেছিলেন আকাশ চোপড়া। মঙ্গলবারই ধোনি ৩৯তম জন্মদিন পালন করছেন। সেই জন্মদিনেই প্রাক্তন সতীর্থ ধোনির লম্বা চুলের কাহিনী ফাঁস করলেন।

নিজের ইউটিউব চ্যানেল আকাশবাণী-তে আকাশ চোপড়া জানালেন, "আমি ওকে ওর লম্বা চুল কেটে ফেলতে বলেছিলাম। জানাই এরকম লম্বা চুল রাখলে ক্রিকেট বিশ্ব ওকে সিরিয়াসলি নেবে না। তবে ধোনি পাল্টা বলেছিল, ওর চুল দেখেই সবাই লম্বা চুল রাখতে চাইবে।"

২০০৪ সালে এ দলের হয়ে জিম্বাবোয়ে সফরে খেলতে গিয়েছিল ভারত। সেই সফরেই ধোনির রুমমেট ছিলেন আকাশ চোপড়া। সেই সফরের অভিজ্ঞতা শেয়ার করে আকাশ জানালেন, "আমার দু দশক ক্রিকেট কেরিয়ারে অনেক ক্রিকেটার দেখেছি। কেউ সহজে খ্যাতি পাওয়ার চেষ্টা করে, কেউ তাড়াতাড়ি সাফল্যের সিঁড়ি চড়তে চায়। কেউ ক্রিকেট নিয়ে ডুবে থাকে তো কেউ আবার ফ্যাশন নিয়ে বেশ সচেতন। তবে ধোনি সকলের থেকে আলাদা।"

কীভাবে, জানালেন আকাশ, "ওঁর একটা লম্বা সোনালী চুল ছিল। মুখে সাদা সানস্ক্রিন লাগাত এবং চোখে ঢাকা থাকত গগলসে। অনেকেই হয়ত চাইত ধোনি এসব খুলে রাখুক। কারণ এটা একটা ক্রিকেট মাঠ ছিল, বলিউডের সেট নয়। তবে ও সবাইকে অবাক করত নিয়ম করে।"

সেই চুলই পরে বাজিমাত করে। আকাশ চোপড়ার সংযোজন, "এটাও পরে জানতে পারি স্বয়ং পারভেজ মোশারফ ধোনিকে চুল কাটতে বারণ করেছিলেন। আমরা ধোনির কথাবার্তা, আত্মবিশ্বাসের কাছে নতজানু হই। এখন যেদিকেই দেখা যায়, ধোনির হেয়ারকাটের রাজত্ব।"

দ্রাবিড়ের প্রত্যাখ্যান

publive-image দ্রাবিড় ও কোহলি

রবি শাস্ত্রী নন। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের জাতীয় দলের কোচ হতে পারতেন রাহুল দ্রাবিড়ই। এমনটাই জানালেন বোর্ডের সুপ্রিমকোর্ট নিযুক্ত প্রশাসক মন্ডলীর প্রাক্তন চেয়ারম্যান বিনোদ রাই। বিরাট কোহলির সঙ্গে সেই বহু আলোচিত সঙ্ঘাতের পর জাতীয় দলের কোচ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। তারপরেই রাহুল দ্রাবিড়কে কোচিং করানোর প্রস্তাব দেওয়া হয়। সেই সময় জানানো হয়েছিল, ব্যক্তিগত ও পেশাদারি কারণ দেখিয়ে দ্রাবিড় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

দ্রাবিড় কেন সেই প্রস্তাবে সম্মত হলেন না। সেই কথাই বিস্তারিত জানালেন বিনোদ রাই। জানিয়ে দেন, "কোচিংয়ের দায়িত্বের কথা মাথায় রাখলে দ্রাবিড়, শাস্ত্রী এবং কুম্বলেই সেরা। আমরা কুম্বলে চলে যাওয়ার পরেই দ্রাবিড়ের সঙ্গে কথা বলি। সেই সময় ও অনুর্দ্ধ-১৯ জাতীয় দলের দায়িত্বে। ওই দলটার সঙ্গে ভীষণভাবে ইনভলভড ছিল। একটা যুব দলকে কীভাবে দীর্ঘকালীন ভাবে তৈরি করতে হয়, সেই বিষয়ে ও একটা রোডম্যাপও বানায়।"

স্পোর্টসক্রীড়ার সেই সাক্ষাৎকারে বিনোদ রাই বলেন, "রাহুল আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছিল, দেখুন, বাড়িতে আমার দুটো বাচ্চা বড় হচ্ছে। জাতীয় দলের সঙ্গে গোটা বিশ্ব বেড়াতে থাকলে কোনোদিন ওদের সময় দিতে পারব না। আমার মনে হয়, বাচ্চাদের সময় দেওয়াটা প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটানো আমার কাছে ভীষন গুরুত্বপূর্ণ।"

IPL Virat Kohli Rahul Dravid Mahendra Sing Dhoni BCCI Sourav Ganguly corona virus MS DHONI COVID-19
Advertisment