Advertisment

করোনার জেরে পিছোল টোকিও অলিম্পিক্স

গতকাল ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘোষণা করেছিল, তারা এবারের অলিম্পিকে টিম পাঠাবে না। অস্ট্রেলিয়া এবং কানাডাও জানিয়ে দিয়েছিল, তারাও এবারের অলিম্পিকে অংশ নেবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
tokyo olympics 2020

প্রতীকী ছবি

আশঙ্কাই সত্যি হল। করোনা-সঙ্কটের জন্য ২০২১ পর্যন্ত পিছিয়ে গেল টোকিও অলিম্পিক। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য ডিক পাউন্ড জানিয়ে দিয়েছেন, আগামি ২৪ জুলাই থেকে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে ২০২১ পর্যন্ত।

Advertisment

উল্লেখ্য, গতকাল টোকিও অলিম্পিক আয়োজন কমিটির প্রধান কর্তা ইয়াশিরো মোরি জানিয়েছিলেন, টোকিও অলিম্পিক বাতিল হচ্ছে না। বাতিল না হোক, পরের বছর পর্যন্ত পিছিয়ে যে যাচ্ছে, সেটা স্পষ্ট করে দিয়েছেন আইওসি-র সদস্য ডিক পাউন্ড। 'দ্য ইউএসএ টুডে' পত্রিকায় এক একান্ত সাক্ষাৎকারে পাউন্ড বলেছেন, "অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বাকি পদ্ধতিগত বিষয়গুলি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমি এটুকু জানি যে ২৪ জুলাই অলিম্পিক শুরু হচ্ছে না।"

প্রসঙ্গত, গতকাল ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘোষণা করেছিল, তারা এবারের অলিম্পিকে টিম পাঠাবে না। অস্ট্রেলিয়া এবং কানাডাও জানিয়ে দিয়েছিল, তারাও এবারের অলিম্পিকে অংশ নেবে না। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছিলেন, "করোনার ভয়াবহতার জেরে অলিম্পিককে পিছিয়ে দেওয়াই হয়তো একমাত্র রাস্তা।"

অন্যান্য অনেকের পাশাপাশি অলিম্পিক গেমস স্থগিত রাখার কথা বলেছিলেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সভাপতি তথা কিংবদন্তী প্রাক্তন অ্যাথলিট সেবাস্টিয়ান কো। দিনদুয়েক আগে আইওসি-র সভাপতি টমাস বাখকে লেখা একটি চিঠিতে কো বলেন, করোনাভাইরাস মহামারীর আবহে জুলাই ২০২০-তে অলিম্পিক গেমসের আয়োজন করা "সম্ভবও নয়, কাম্যও নয়"।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট লর্ড কো-ও দিনদুয়েক আগে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখকে লেখা এক চিঠিতে অলিম্পিক পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বলেছিলেন, "এই পরিস্থিতিতে অলিম্পিকের আয়োজন সম্ভবও নয়, কাম্যও নয়। কেউ চায় না, অলিম্পিক পিছিয়ে যাক। কিন্তু অ্যাথলিটদের স্বাস্থ্যসুরক্ষার বিনিময়ে কোনভাবেই অলিম্পিকের আয়োজন করা উচিত নয়।"

Advertisment