অলিম্পিকে স্বপ্নভঙ্গ সিন্ধুর! এখনও ব্রোঞ্জ জিততে পারেন ব্যাডমিন্টন রাণি

সেমিফাইনালে সিন্ধু হারলেও এখনো ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে তাঁর কাছে। ব্রোঞ্জ জেতার লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ চিনের হে বিং জিয়াও।

সেমিফাইনালে সিন্ধু হারলেও এখনো ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে তাঁর কাছে। ব্রোঞ্জ জেতার লড়াইয়ে সিন্ধুর প্রতিপক্ষ চিনের হে বিং জিয়াও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আশা জাগিয়েও হল না। ব্যাডমিন্টনে সোনা জেতার স্বপ্ন দেখিয়েছিলেন পিভি সিন্ধু। তবে সোনা জেতার স্বপ্ন পূরণ হচ্ছে না ব্যাডমিন্টন রাণির। সেমিফাইনালে চাইনিজ তাইপেই-য়ের তাই জু ইং-য়ের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তিনি। সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ১৮-২১, ১১-২১।

Advertisment

হারলেও পদক জয়ের সম্ভবনা এখনো রয়েছে তাঁর। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে চিনের হে বিং জিয়াও-য়ের বিরুদ্ধে পরের ম্যাচে নামতে হবে। সেই ম্যাচে জিতলে ব্রোঞ্জ জিতবেন সুপারস্টার।

আরো পড়ুন: টোকিওয় সিন্ধু গর্জন! অলিম্পিক পদক থেকে একধাপ দূরে ব্যাডমিন্টন রাণি

Advertisment

কোয়ার্টার ফাইনালে একদিন আগেই জাপানি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দেশকে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। শনিবার বিশ্বের প্রাক্তন একনম্বর এবং অলিম্পিকের দ্বিতীয় বাছাইয়ের কাছে লড়াই করেই হার স্বীকার করেন সিন্ধু। ৪০ মিনিটে সিন্ধুকে হারিয়ে তাই জু ইং এবার সোনা জেতার লড়াইয়ে নামবেন শীর্ষ বাছাই চিনের চেন ইউ ফেই-য়ের বিপক্ষে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Team Tokyo Olympics Olympics Indian Olympic Association Tokyo 2020 Tokyo Olympics 2021