/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/E7tQ04nVkAcNR1E_copy_1200x676.jpeg)
জয়ের পর উচ্ছ্বসিত সিন্ধু।
রিও-র পর এবার টোকিওতেও ইতিহাস গড়ে ফেললেন পিভি সিন্ধু। টোকিওর সোনা জেতার সুযোগ ২৪ ঘন্টা আগেই হাতছাড়া হয়েছিল। তবে ব্রোঞ্জ জিতে সেই খেদ কিছুটা হলেও মিটিয়ে ফেললেন ভারতের ব্যাডমিন্টন রাণি।
ব্রোঞ্জ দখলের লড়াইয়ে সিন্ধু বিং জিয়াও-কে হারালেন ২১-১৩, ২১-১৫ ফলাফলে। সেমিফাইনালের লড়াইয়ে একদিন আগেই হতাশা সঙ্গী হয়েছিল সিন্ধু এবং বিং জিয়াও-য়ের। সেমিফাইনালে চাইনিজ তাইপেই-য়ের তাই জু ইং-য়ের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন ভারতীয় তারকা। সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ১৮-২১, ১১-২১। অন্যদিকে হে বিং জিয়াও আবার স্বদেশীয় চেন ইউফেই-য়ের কাছে স্ট্রেট গেমে হারেন ১৮-২১, ১২-২১ ফলাফলে।
Congratulations @Pvsindhu1 on winning bronze medal at the #Tokyo2020pic.twitter.com/KAp2j8qB4T
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 1, 2021
আরো পড়ুন: অলিম্পিকে স্বপ্নভঙ্গ সিন্ধুর! এখনও ব্রোঞ্জ জিততে পারেন ব্যাডমিন্টন রাণি
তাই সেই আক্ষেপ মিটিয়ে দুই শাটলারই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন কোর্টে। আর সেখানেই বাজিমাত সিন্ধুর।
রবিবার ব্রোঞ্জ জয়ে দৃঢ়প্রতিজ্ঞ সিন্ধু শুরু থেকেই আগ্রাসী খেলে হচকচিয়ে দেন চিনা প্রতিপক্ষকে। সিন্ধুর আগ্রাসনে হে বিংজিয়াও কখনই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সহজেই প্রথম সেট দখল করে নেন ২১-১৩-এ।
We are all elated by the stellar performance by @Pvsindhu1. Congratulations to her on winning the Bronze at @Tokyo2020. She is India’s pride and one of our most outstanding Olympians. #Tokyo2020pic.twitter.com/O8Ay3JWT7q
— Narendra Modi (@narendramodi) August 1, 2021
আর দ্বিতীয় সেটে হে বিংজিয়াও আবার দারুণভাবে একটা সময় প্রত্যাবর্তন করেছিলেন। তবে শেষপর্যন্ত সিন্ধু নিজের ট্রেডমার্ক ড্রপ শট এবং স্মাশে নাস্তানাবুদ করে বিং জিয়াওকে ম্যাচ থেকেই ছিটকে দেন। দ্বিতীয় সেট ২১-১৫ জিতে সিন্ধু স্ট্রেট সেটে জয় নিশ্চিত করেন।
এই নিয়ে চলতি অলিম্পিকে এটাই ভারতের দ্বিতীয় পদক জয়। ভারোত্তোলনে মীরাবাই চানু রুপো জেতার পরেই মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন এবার সিন্ধু। লভলিনা বর্গহাইনও সেমিফাইনালে উঠে একটি পদক জয় নিশ্চিত করেছেন।
THAT. WINNING. FEELING. 🥉#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #Badminton@Pvsindhu1pic.twitter.com/K9rGYQeDUd
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 1, 2021
আর রবিবার রূপকথা লেখার পরেই ইতিহাসে পৌঁছে গেলেন সিন্ধু। তিনিই দ্বিতীয় ভারতীয় যাঁর ব্যক্তিগত বিভাগে জোড়া অলিম্পিক পদক রয়েছে। রিও অলিম্পিকে রুপো জেতার পরে এবার সিন্ধু জিতলেন ব্রোঞ্জ। এর আগে সুশীল কুমার ২০০৮ এবং ২০১২ লন্ডন অলিম্পিকে পরপর যথাক্রমে ব্রোঞ্জ এবং রুপো জেতেন কুস্তিগির হিসাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন