Advertisment

টোকিওয় সিন্ধু সভ্যতা! ব্রোঞ্জ জয়ে ইতিহাসে ভারত-রাণি

সেমিফাইনালে সিন্ধু হারলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে বাজিমাত করলেন পিভি সিন্ধু। ব্রোঞ্জ জেতার লড়াইয়ে সিন্ধু হারালেন প্রতিপক্ষ চিনের হে বিং জিয়াওকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tokyo Olympic, PV Sindhu, Bronze Medal

জয়ের পর উচ্ছ্বসিত সিন্ধু।

রিও-র পর এবার টোকিওতেও ইতিহাস গড়ে ফেললেন পিভি সিন্ধু। টোকিওর সোনা জেতার সুযোগ ২৪ ঘন্টা আগেই হাতছাড়া হয়েছিল। তবে ব্রোঞ্জ জিতে সেই খেদ কিছুটা হলেও মিটিয়ে ফেললেন ভারতের ব্যাডমিন্টন রাণি।

Advertisment

ব্রোঞ্জ দখলের লড়াইয়ে সিন্ধু বিং জিয়াও-কে হারালেন ২১-১৩, ২১-১৫ ফলাফলে। সেমিফাইনালের লড়াইয়ে একদিন আগেই হতাশা সঙ্গী হয়েছিল সিন্ধু এবং বিং জিয়াও-য়ের। সেমিফাইনালে চাইনিজ তাইপেই-য়ের তাই জু ইং-য়ের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছিলেন ভারতীয় তারকা। সিন্ধুর পক্ষে খেলার ফলাফল ১৮-২১, ১১-২১। অন্যদিকে হে বিং জিয়াও আবার স্বদেশীয় চেন ইউফেই-য়ের কাছে স্ট্রেট গেমে হারেন ১৮-২১, ১২-২১ ফলাফলে।

আরো পড়ুন: অলিম্পিকে স্বপ্নভঙ্গ সিন্ধুর! এখনও ব্রোঞ্জ জিততে পারেন ব্যাডমিন্টন রাণি

তাই সেই আক্ষেপ মিটিয়ে দুই শাটলারই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন কোর্টে। আর সেখানেই বাজিমাত সিন্ধুর।

রবিবার ব্রোঞ্জ জয়ে দৃঢ়প্রতিজ্ঞ সিন্ধু শুরু থেকেই আগ্রাসী খেলে হচকচিয়ে দেন চিনা প্রতিপক্ষকে। সিন্ধুর আগ্রাসনে হে বিংজিয়াও কখনই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সহজেই প্রথম সেট দখল করে নেন ২১-১৩-এ।

আর দ্বিতীয় সেটে হে বিংজিয়াও আবার দারুণভাবে একটা সময় প্রত্যাবর্তন করেছিলেন। তবে শেষপর্যন্ত সিন্ধু নিজের ট্রেডমার্ক ড্রপ শট এবং স্মাশে নাস্তানাবুদ করে বিং জিয়াওকে ম্যাচ থেকেই ছিটকে দেন। দ্বিতীয় সেট ২১-১৫ জিতে সিন্ধু স্ট্রেট সেটে জয় নিশ্চিত করেন।

এই নিয়ে চলতি অলিম্পিকে এটাই ভারতের দ্বিতীয় পদক জয়। ভারোত্তোলনে মীরাবাই চানু রুপো জেতার পরেই মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন এবার সিন্ধু। লভলিনা বর্গহাইনও সেমিফাইনালে উঠে একটি পদক জয় নিশ্চিত করেছেন।

আর রবিবার রূপকথা লেখার পরেই ইতিহাসে পৌঁছে গেলেন সিন্ধু। তিনিই দ্বিতীয় ভারতীয় যাঁর ব্যক্তিগত বিভাগে জোড়া অলিম্পিক পদক রয়েছে। রিও অলিম্পিকে রুপো জেতার পরে এবার সিন্ধু জিতলেন ব্রোঞ্জ। এর আগে সুশীল কুমার ২০০৮ এবং ২০১২ লন্ডন অলিম্পিকে পরপর যথাক্রমে ব্রোঞ্জ এবং রুপো জেতেন কুস্তিগির হিসাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Association Olympics Tokyo Olympics Tokyo Olympics 2021 Tokyo 2020 Indian Olympic Team
Advertisment