বাতিল হচ্ছে না টোকিও অলিম্পিক ২০২০

করোনাভাইরাস মহামারির জেরে অলিম্পিকের আকাশেও কালো মেঘ ঘনাচ্ছিল৷ পিছিয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক, এমনটাই জল্পনা চলছিল।

করোনাভাইরাস মহামারির জেরে অলিম্পিকের আকাশেও কালো মেঘ ঘনাচ্ছিল৷ পিছিয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক, এমনটাই জল্পনা চলছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টোকিও অলিম্পিক বাতিল হচ্ছে না। জানিয়ে দিলেন টোকিও অলিম্পিক ২০২০-এর প্রধান ইয়োশিরো মোরি।

Advertisment

করোনাভাইরাস মহামারির জেরে অলিম্পিকের আকাশেও কালো মেঘ ঘনাচ্ছিল৷ পিছিয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক, এমনটাই জল্পনা চলছিল। তবে, জল্পনা উড়িয়ে টোকিও অলিম্পিক প্রধান জানালেন যে, বাতিল হচ্ছে না ২০২০ আলিম্পিক।

সোমবার টোকিও অলিম্পিকের প্রধান ইয়োশিরো মোরি বলেছেন যে এমন পরিস্থিতিতে আয়োজকরা চার সপ্তাহের মধ্যে গেমস প্রস্তুত করার লক্ষ্যমাত্রা রেখেছেন। ফলে গেমস বাতিল হবে না।

এক সাংবাদিক বৈঠকে মোরি বলেছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এবং টোকিওর আয়োজকরা আলোচনা করে স্থির করবেন কীভাবে গেমসকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Advertisment

Read the full story in English