Advertisment

শুক্রবারই শুরু অলিম্পিক! রংচংয়ে উদ্বোধনী অনুষ্ঠান ভারতে কখন, কোন চ্যানেলে দেখবেন

Tokyo Olympics opening ceremony 2020 Live Streaming, When and Where to watch: ভারত থেকে এবার মোট ১১৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন বিশ্বের বৃহত্তম স্পোর্টিং ইভেন্টে। পদক জয়ে বিভোর গোটা দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অতিমারীর পরিস্থিতিতে নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকের উদ্বোধন হতে চলেছে টোকিওর স্টেডিয়ামে। দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধনে থাকবেন মাত্র হাতেগোনা ৯৫০ জন। বেনজির এমনভাবেই উদ্বোধনের আয়োজন করা হবে অলিম্পিক। এমনটাই জানিয়ে দিয়েছে উদ্যোক্তারা।

Advertisment

বৃহস্পতিবার অলিম্পিকের উদ্বোধন নিয়ে এমনটাই জান্না গেমস কমিটির প্রধান হিদেমাশা নাকামুরা। ইতিমধ্যেই গেমস ভিলেজে একাধিক কর্মকর্তা, অংশগ্রহণকারী এথলিটরা সংক্রমিত হয়েছেন। নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১১ জন। সবমিলিয়ে অলিম্পিকের অন্দরমহলে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ৮৬-এ।

আরো পড়ুন: ভারতে কখন কোন চ্যানেলে টোকিও অলিম্পিক দেখবেন, জেনে নিন একনজরে

আয়োজকরা ইতিমধ্যেই মেনে নিয়েছেন, ভাইরাসের পুরোপুরি বন্ধ করা মুশকিল। তবে নতুন সংক্রমিতদের চিহ্নিত করে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে তারা সদা সচেষ্ট।

আগামীকাল শুরকবারেই বসছে অলিম্পিকের আসর। ভারত থেকে এবারই সবথেকে বেশি সংখ্যায় প্রতিযোগীকে পাঠানো হয়েছে। ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে অলিম্পিকের আসর।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরা হবে। এমনটাই জানা গিয়েছে।

আরো পড়ুন: অলিম্পিকে রেকর্ড প্রতিযোগী ভারতের! কবে কখন কোন খেলা, সূচি ধরে মিলিয়ে নিন

Where will the Tokyo Olympics 2020 opening ceremony take place?
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে?

জাপানের টোকিওয় ন্যাশনাল স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Where can Indians watch the Tokyo Olympics openning ceremony 2020?
কোন চ্যানেলে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সম্প্রচার করা হবে?

ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। একাধিক ভাষায়। এছাড়া দুরদর্শন-এই লাইভ দেখানো হবে।

আরো পড়ুন: অলিম্পিকে গিয়ে এই বিছানায় সঙ্গম করলেই বিপদ এথলিটদের! কেন এমন ভাবনা

ভারতীয়রা কীভাবে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখতে পারবে?
অনলাইন দর্শকদের জন্য টোকিও অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখা যাবে সোনি নেটওয়ার্কের ডিজিটাল প্ল্যাটফর্ম SonyLiv এ। JIO TV এপ-এর মাধ্যমেও দর্শকরা সংশ্লিষ্ট চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান ভারতে কোন সময়ে দেখা যাবে?
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৪.৩০-এ সরাসরি দেখা যাবে। (জাপানের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৮টায়)

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Olympic Association Olympics Tokyo Olympics Sports News
Advertisment