/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/bhavina-patel_copy_1200x676.jpg)
ইতিহাসে পৌঁছে গেলেন ভারতের ভাবিনা প্যাটেল। প্রথমবার প্যারালিম্পিকে অংশ নিয়েই টেবিল টেনিসে রুপো জিতে ফেললেন তিনি। আগেই পদক জয় নিশ্চিত করেছিলেন তিনি। রবিবার লক্ষ্য ছিল ফাইনাল জিতে তিনি সোনার মেয়ে হয়ে উঠতে পারেন কিনা। তবে ফাইনালে বিশ্বের একনম্বর প্যাডলার চিনের ইয়াং ঝৌ-য়ের কাছে ০-৩ হেরে বসেন।
৩৪ বছরের ভাবিনা প্যাটেলের টুর্নামেন্টে স্বপ্নের দৌড় শেষ হয় ৭-১১, ৫-১১, ৬-১১ হেরে। দুবারের সোনাজয়ী চিনা প্রতিপক্ষের কাছে মাত্র ১৯ মিনিটে হারলেও দেশের ইতিহাসে পৌঁছে গিয়েছেন ভাবিনা প্যাটেল।
আরও পড়ুন: জার্মানির গ্রামেও নীরজের ঐতিহাসিক সোনা জয়ের সেলিব্রেশন, অবাক করা কাণ্ডের রহস্য ফাঁস
চলতি সপ্তাহেই গ্রুপের প্ৰথম ম্যাচে ভাবিনা পরাস্ত হন এই চিনা প্রতিপক্ষের বিপক্ষেই। ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ ছিল। তবে ফাইনালে ভাবিনা কার্যত দাঁড়াতেই পারেননি। প্যারালিম্পিকে চিনা ইয়াং ঝৌয়ের নামের পাশে পাঁচটা পদক। এরমধ্যে বেজিং এবং লন্ডন অলিম্পিকে সিঙ্গলসে সোনা জিতেছেন। এমন হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারলেন না ভাবিনা।
And here she comes #IND Bhavina Patel. All set to play for GLORY #ParaTableTennis#Paralympicspic.twitter.com/IUkyETF1mq
— Doordarshan Sports (@ddsportschannel) August 29, 2021
মাত্র ১২ মাস বয়সেই পোলিও-র শিকার হন ভাবিনা প্যাটেল। সেই প্রতিবন্ধকতাকে নিয়েই ইতিহাস গড়েছেন। শনিবার সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর চিনা প্রতিদ্বন্দী মিয়াও ঝাং-কে পরাস্ত করেন ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ ফলাফলে। তার আগে কোয়ার্টার ফাইনালে ভাবিনা পরাস্ত করেছিলেন রিও প্যারালিম্পিকের সোনা জয়ী প্যাডলার বিশ্বের দুই নম্বর সার্বিয়ার বরিস্লাভা পেরিচ রাঙ্কভিচকে। তারপরেই ভাবিনার পদক জয় নিশ্চিত হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন