/indian-express-bangla/media/media_files/2025/11/03/harmanpreet-kaur-and-smriti-mandhana-2025-11-03-02-48-43.jpg)
হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা
IND W vs SA W: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২০২৫ মহিলা বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ৫২ রানে শেষপর্যন্ত জয়লাভ করে ইতিহাস কায়েম করে তারা। তবে বিশ্বকাপে ভারতের এই সাফল্য একেবারেই সহজ ছিল না। বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই জয়ের নেপথ্যে হয়ে উঠেছেন 'অপরাজিতা'।
Indian Women Cricket Team: কোন পথে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত? দেখে নিন টিম ইন্ডিয়ার 'সফরনামা'
সর্বাধিক রান করলেন স্মৃতি
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন স্মৃতি মান্ধানা। এই টুর্নামেন্টেও সর্বাধিক রানের খেতাব তিনিই অর্জন করেছেন। ৯ ম্য়াচে ৫৪.২৫ ব্যাটিং গড়ে তিনি মোট ৪৩৪ রান করেছেন। ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
বল হাতে নজর কাড়লেন দীপ্তি শর্মা
বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন দীপ্তি শর্মা। এই টুর্নামেন্টে সর্বাধিক উইকেট তিনিই শিকার করেছেন। ৯ ইনিংসে দীপ্তি মোট ২২ ব্যাটারকে দেখিয়েছেন প্যাভিলিয়নের রাস্তা। সেকারণে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব।
টার্নিং পয়েন্ট হলেন শেফালি
টিম ইন্ডিয়ার জন্য টার্নিং পয়েন্ট হলেন শেফালি বর্মা। ২০২৫ বিশ্বকাপে প্রাথমিকভাবে শেফালিকে নির্বাচন করা হয়নি। প্রতীকা রাওয়াল চোট পাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান তিনি। সেমিফাইনাল ম্য়াচে ব্যাট হাতে কাড়তে পারেননি নজর। তবে ফাইনাল ম্য়াচে তিনি ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। দলের হয়ে করলেন সর্বাধিক রান। শেফালি এই ম্য়াচে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন। ফাইনাল ম্যাচে আসল 'অপরাজিতা' শেফালিই।
IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা
জেমিমা রডরিগসের স্মরণীয় ইনিংস
সেমিফাইনাল ম্য়াচে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন জেমিমা রডরিগস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে তিনি ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেন এবং ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। জেমিমার এই শতরানের দৌলতে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়লাভ করে। ৩৪২ রান তাড়া করেছিল ভারত।
Women’s World Cup Final 2025: শেফালি ভার্মার দুর্দান্ত কামব্যাক, তিন বছরের অপেক্ষার অবসান!
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন রিচা ঘোষ
গোটা টুর্নামেন্ট জুড়ে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রিচা ঘোষ। মিডল অর্ডারে যখনই বড় রানের দরকার পড়েছে, তখনই রিচা কার্যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। লিগ পর্বে তিনি এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিলেন ৩২ রানের ইনিংস। আর ফাইনাল ম্য়াচে তিনি ৩৪ রানের ইনিংস খেলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us