/indian-express-bangla/media/media_files/2025/11/04/4-november-2025-11-04-23-44-24.png)
দেখে নিন এখনই
Top 5 Sports News: মঙ্গলবার (৪ নভেম্বর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে রনজি টুর্নামেন্টে তাণ্ডবলীলা চালালেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে আইসিসি ব়্যাঙ্কিংয়ে পদস্খলন হল স্মৃতি মান্ধানার। এদিকে আবার বিশ্বকাপ জয়ের পর অভিমানের সুর শোনা গেল ক্রান্তি গৌড়ের গলায়। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।
ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের
চলতি রনজি ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন বৈভব সূর্যবংশী। মেঘালয় বনাম বিহার ম্য়াচে তিনি ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। ৬৭ বলে ৯৩ রানের একটি বিস্ফোরক ইনিংস উপহার দেন। এই ইনিংস চলাকালীন তিনি ১৩৮-এর স্ট্রাইক রেটে ৯ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন।
আরও পড়ুন:
Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস
অধিনায়ক হলেন শেফালি
২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার শেফালি বর্মা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। ফাইনাল ম্য়াচে ধামাকাদার পারফরম্য়ান্সের পুরস্কারও কার্যত হাতেনাতে পেলেন তিনি। প্রসঙ্গত, সিনিয়র মহিলা ইন্টার জ়োনাল টি-২০ ট্রফি আয়োজন করছে বিসিসিআই। এই টুর্নামেন্টে নর্থ জ়োনের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে শেফালির হাতে।
আরও পড়ুন:
Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার
অভিমানী সুর ক্রান্তির গলায়
একটা সময় টিম ইন্ডিয়ার বোলার ক্রান্তি গৌড়কে যথেষ্ট আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেইসময় কেউ তাঁর খোঁজখবর রাখেননি। অথচ ভারত বিশ্বকাপ জিততেই সবাই তাঁকে এবং তাঁর পরিবার ফোন করতে শুরু করেছেন। জানাচ্ছেন শুভেচ্ছাও। সেকারণে কিছুটা হলেও অভিমানের সুর শোনা গেল ক্রান্তির গলায়।
আরও পড়ুন:
চরম ক্ষতির মুখে স্মৃতি মান্ধানা
সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মৃতি মান্ধানা। সেকারণে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছেন তিনি। আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এক নম্বরে রয়েছেন লরা উলভার্ট।
আরও পড়ুন:
বিশ্বকাপ জিতেই বড় কথা প্রতীকার
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারেননি প্রতীকা রাওয়াল। গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু, না খেলতে পেরেও তাঁর কোনও আক্ষেপ নেই। ভারত যে জিতেছে, এতেই তিনি গর্বিত।
আরও পড়ুন:
Pratika Rawal News: 'দেশের তেরঙার জন্য আমি গর্বিত', এক কথাতেই হৃদয় জিতলেন প্রতীকা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us