Top 5 Sports News: রোহিতের বিদায় বার্তা থেকে মোহনবাগানের হুঙ্কার, দিনের সেরা ৫ খেলার খবর

Top 5 Sports News: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

Top 5 Sports News: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। আসুন, একনজরে দেখে নেওয়া যাক দিনের এমনই ৫ সেরা খবর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Top 5 Sports Thumb Final

দেখে নিন এক নজরে

Top 5 Sports News: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্রীড়া বিশ্বে সাক্ষী থাকল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার। একদিকে, অস্ট্রেলিয়াকে বিদায় বার্তা জানিয়ে দিলের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বসু ইস্টবেঙ্গলকে নিয়ে বড় ঘোষণা করলেন। আসুন, দেখে নেওয়া যাক দিনের এমনই  ৫ সেরা খবর।

Advertisment

অস্ট্রেলিয়াকে বিদায় জানালেন রোহিত

সিডনিতে ধামাকাদার ইনিংস খেলার পর আপাতত অস্ট্রেলিয়া থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে বিমানে ওঠান আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার করেন। ছবিতে তিনি সিডনি এয়ারপোর্টকে বিদায় জানানোর ইশারা করছেন। ইতিমধ্যে ক্যাপশনে রোহিত শর্মা তাঁর অজ়ি ক্রিকেট সমর্থকদের বিদায় জানিয়েছেন। সঙ্গে এটা বলার চেষ্টা করেছেন যে হয়ত এই শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলে গেলেন। রোহিত লিখেছেন, 'এই শেষবার, সিডনি থেকে বিদায়।'

পড়ে নিন বিস্তারিত:

Rohit Sharma News Update: 'এই শেষবার...', ভারতে ফিরতেই কীসের ইঙ্গিত রোহিত শর্মার?

Advertisment

মারাত্মক চোট পেলেন প্রতীকা রাওয়াল

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্য়াচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে। তবে ফিল্ডিং করার সময় গোড়ালিতে মারাত্মক চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal)। গত ম্য়াচে প্রতীকা দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। এদিন মাঠের মধ্যেই তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। শেষপর্যন্ত তাঁর জন্য স্ট্রেচার আনা হয়। যদিও তিনি খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও প্রতীকার চোটের ব্যাপারে কোনও আপডেট দেওয়া হয়নি।

পড়ে নিন বিস্তারিত:

IND W vs BAN W Live Cricket Score: শেষ হল বাংলাদেশের ইনিংস, প্রতীকার চোটে চিন্তা ভারতের

হুঙ্কার বাগান অধিনায়ক শুভাশিসের

জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। গত শনিবার (২৫ অক্টোবর) তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফাতোরদা স্টেডিয়ামে আয়োজিত বৃষ্টিস্নাত এই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছে।  আর খেলা শেষ হতে না হতেই ভয়ঙ্কর 'হুঙ্কার' দিলেন সবুজ-মেরুন ব্রিগেডের অধিনায়ক শুভাশিস বসু। ম্যাচের পর তিনি বললেন, 'গ্রুপ পর্বে অন্য দলগুলো কেমন পারফরম্য়ান্স করল, সেটা দেখার তুলনায় নিজেদের পারফরম্য়ান্সে আমরা আরও বেশি করে ফোকাস করতে চাই। আজকের ম্য়াচে আমরা জয়লাভ করেছি। এবার পরবর্তী ম্য়াচ নিয়ে আমরা চিন্তাভাবনা করব। তারপর তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমাদের খেলা। আপাতত আমরা একটা করে ম্য়াচ ধরে-ধরে এগোতে চাই। তিনটে ম্য়াচই জেতার চেষ্টা আমরা করব।'

পড়ে নিন বিস্তারিত:

Mohun Bagan Super Giant: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' শুভাশিসের, এ কথা বললে ইস্টবেঙ্গলকে নিয়ে!

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সোফির

২০২৫ মহিলা বিশ্বকাপে ২৭ নম্বর ম্য়াচটা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ম্য়াচটা ৮ উইকেটে জিতে নেয়। এই পরাজয়ের পর একটা বড়সড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। কারণ কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন (Sophie Devine) ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর ব্রিটিশ ক্রিকেটাররা তাঁকে 'গার্ড অফ অনার' দেয়। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পড়ে নিন বিস্তারিত:

Sophie Devine Retirement: বিশ্বকাপ চলাকালীন 'চরম দুঃসংবাদ', অবসর নিলেন তারকা ক্রিকেটার

ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স নিয়ে চিন্তিত নন মেহতাব

চলতি সুপার কাপের প্রথম ম্য়াচে ডেম্পোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। তবে লাল হলুদ ব্রিগেডের এই পারফরম্য়ান্স নিয়ে একেবারেই চিন্তিত নন দলের প্রাক্তন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ মেহতাব জানালেন, 'সবে তো সুপার কাপ শুরু হয়েছে। একটা ম্য়াচের পারফরম্য়ান্স দিয়ে কখনই কোনও দলকে বিচার করা সম্ভব নয়। হাতে এখনও দুটো ম্য়াচ বাকি রয়েছে। আশা করছি, আগামী ম্য়াচগুলোয় নিশ্চয়ই ভাল খেলা উপহার দিতে পারবে।'

পড়ে নিন বিস্তারিত:

East Bengal FC News: এগিয়ে গিয়েও অবশেষে ড্র, ইস্টবেঙ্গলের খেলা দেখে কী বললেন মেহতাব?

East Bengal FC Mohun Bagan Super Giant Sophie Devine Pratika Rawal Rohit Sharma