Advertisment

হুবহু মহাতারকার ক্লোন! গ্রিসের মেসিকে সই করাতে ভয়ঙ্কর লড়াইয়ে নামল ইউরোপের সব ক্লাব

হুবহু লিওনেল মেসি, গ্রিসের তারকাকে সই করাতে যুদ্ধ শুরু ইউরোপে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লিওনেল মেসির ক্লোনকে সই করানোর জন্য এবার উঠেপড়ে লাগল আর্সেনাল। গ্রিসের টিনএজার জিয়ান্নিস কনস্টানটেলিয়াসকে ঘিরে আপাতত তোলপাড় পড়ে গিয়েছে ইউরোপীয় ফুটবল মহলে। ১৯ বছরের তারকাকে সই করানোর জন্য গ্রিসে এবার স্কাউট পাঠাতে চলেছে আর্সেনাল। গানার্সদের সঙ্গেই জিয়ান্নিসকে সই করানোর জন্য মুখিয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস, লিডস ইউনাইটেড উলভস, পিএসভি আইন্দোভেন, ভ্যালেন্সিয়ার মত হেভিওয়েট সমস্ত ক্লাব।

Advertisment

পরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেই গ্রিসের জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন 'ওয়ান্ডার কিড' কনস্টানটেলিয়াস। গ্রিসের লিগে পিএওকে-র হয়ে মাত্র ১৩টি ম্যাচ খেলেই হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। উইথড্রয়াল হিসাবে মেসির পজিশনেই খেলেন। তাঁর মতই স্কিলফুল। তাই এখনই জিয়ান্নিসের নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'মেসি-ক্লোন' শব্দ বন্ধনী।

আরও পড়ুন: মেসির সঙ্গে পুরনো শত্রুতার জের! দেশ আর্জেন্তিনা নয়, ফ্রান্সকেই চ্যাম্পিয়ন চেয়েছিলেন তেভেজ

এর আগে ১৫ বছর বয়সে জিয়ান্নিস বার্সেলোনার ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তবে সুযোগ পাননি। সেই সময়ে তাঁর বাজার দর ছিল মাত্র ১ মিলিয়ন পাউন্ড। তবে এবার তাঁর বাজার দর পৌঁছে গিয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলারে। জানা যাচ্ছে, চলতি ট্রান্সফার উইন্ডোতে বড় কোনও ক্লাবে সই করলেও লোনে তাঁকে বাকি মরশুম গ্রিসেই খেলার জন্য ফিরে আসতে হবে।

আরও পড়ুন: রোনাল্ডোর ধারেকাছে নেই কেউ! এমবাপের এমন মন্তব্যেই মেসির সঙ্গে শুরু হয় ঝামেলা

বর্তমানে ইপিএলের একনম্বরে থাকা আর্সেনালের নজরে রয়েছে শাখতার ডনেক্স-এর উইঙ্গার মাইখাইলো মুদ্রিক। তবে শেষমেশ আর্সেনালকে।পেরিয়ে মাইখাইলোকে সই করিয়ে চমকে দিতে পারে তাদের ইপিএল প্রতিপক্ষ চেলসি। চলতি সপ্তাহের শুরুতে আর্সেনাল-নিউক্যাসল ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ড্রয়ের ফলে নিউক্যাসল টানা ১৩ ম্যাচ অপরাজিত রইল।।আর্সেনালও টানা ১১ ম্যাচ হারের মুখ দেখেনি। লিগ টেবিলে দুই নম্বর থাকা ম্যাঞ্চেস্টার সিটি মঙ্গলবার নামছে চেলসির বিরুদ্ধে। নিউক্যাসল ম্যাচ বাদ দিলে গানার্সরা এবার লিগের সব ম্যাচেই গোল করেছে। ম্যাঞ্চেস্টার সিটির থেকে আর্সেনাল আপাতত ৮ পয়েন্টে এগিয়ে।

leo messi Lionel Messi Arsenal
Advertisment