Gujarat Titan's ownership: ২০২১ সালে গুজরাট টাইটানসকে কিনতে ৫,৬২৫ কোটি টাকা দিয়েছিল আন্তর্জাতিক ইকুইটি তহবিল সংস্থা সিভিসি। আসন্ন আইপিএল মরশুম ২১ মার্চ থেকে শুরু হবে।
Gujarat Titan's ownership: মালিকানা পরিবর্তনের ফলে গুজরাট টাইটানসের বেশিরভাগ অংশীদারিত্ব এল টরেন্ট গ্রুপের হাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটির ৬৭ শতাংশ অংশীদারিত্ব পেল এই সংস্থা। গুজরাট ফ্র্যাঞ্চাইজির মালিক আইরেলিয়া স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে টরেন্টের এই চুক্তি অবশ্য এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন সাপেক্ষ। তবে, সেটা নিয়মরক্ষার জন্য। চু্ক্তি হয়ে গিয়েছে। আর, সেই চুক্তি অনুযায়ী গুজরাট ফ্র্যাঞ্চাইজিতে সিভিসির অংশীদারিত্ব থাকবে ৩৩ শতাংশ।
Advertisment
নিয়ম অনুযায়ী আইপিএলের গভর্নিং কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের সাপেক্ষে, গুজরাট টাইটানসের নতুন মালিকরা আইপিএল ২০২৫ মরশুমে দলের সঙ্গে থাকতে পারবেন। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, আসন্ন আইপিএল মরশুম ২১ মার্চ থেকে শুরু হবে। আহমেদাবাদ-ভিত্তিক গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজিটি ২০২২ সালে তাদের প্রথম মরশুমে আইপিএল শিরোপা জিতেছিল এবং পরবর্তী মরশুম ২০২৩-এ আইপিএল ফাইনালে উঠেছিল। এই দু'বারই তাদের দলের অধিনায়কত্ব করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে আসা হার্দিক পান্ডিয়া।
কিন্তু, হার্দিক পান্ডিয়া ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হয়ে পুরোনো দলে ফিরে যান। ওই বছর গুজরাটের অধিনায়কত্ব করেন শুভমান গিল। কিন্তু, ২০২৪ মরশুমে গুজরাট ভালো কিছু করতে পারেনি। তারা অষ্টম স্থানে আইপিএলে দৌড় শেষ করে। এই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ। সেই কারণে এই স্টেডিয়াম নিজেদেরকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে গর্ব করে।
এই পরিস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে গুজরাট টাইটানস বলেছে, 'টরেন্ট গ্রুপ বিখ্যাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি, গুজরাট টাইটানস (আইরেলিয়া স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড) এর থেকে ৬৭% শেয়ার চুক্তিমত অধিগ্রহণ করেছে। বর্তমানে এই সংস্থা সিভিসি দ্বারা নিয়ন্ত্রিত, তার পরামর্শ দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ মালিকানাধীন। চুক্তির অংশ হিসাবে, আইরেলিয়া গুজরাট ফ্র্যাঞ্চাইজিতে ৩৩% শেয়ার ধরে রাখবে।'
টরেন্ট গ্রুপের পরিচালক জিনাল মেহতা বলেন, 'ভারতে খেলাধূলা ক্রমশ প্রাধান্য পাচ্ছে। টরেন্ট এই দ্রুত বর্ধনশীল ক্রীড়াক্ষেত্রে বিরাট সম্ভাবনা আছে বলেই মনে করছে। গুজরাট টাইটানসের বেশিরভাগ অংশীদারিত্ব অধিগ্রহণের মাধ্যমে, আমরা আমাদের সমর্থকদের আরও ভালো অভিজ্ঞতা উপহার দিতে পারব। তাদের অগ্রগতি ঘটানোর সুযোগ পাব ভেবে, আনন্দিত। আমরা গুজরাট টাইটানসকে রক্ষণাবেক্ষণ করতে চাই। আমাদের অনুরাগী, খেলোয়াড়, কর্মচারী- সবার কাছে আমরা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।'
সিভিসির ম্যানেজমেন্ট পার্টনার সিদ্ধার্থ প্যাটেল বলেন, 'আমরা এই চুক্তি করতে পেরে আনন্দিত। এই চুক্তি ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতায় আমাদের দল গুজরাট টাইটানসের একটি নতুন অধ্যায়ের সূচনা করল। ভারতীয় ক্রিকেটে আমাদের অংশগ্রহণ বলিষ্ঠভাবে শুরু হয়েছিল। গুজরাট ফ্র্যাঞ্চাইজি আমাদের প্রথম মরশুমে আইপিএল জিতেছে। দ্বিতীয় মরশুমে রানার্স হয়েছে।'