Advertisment

রেকর্ড গড়ছেন মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্তিনীয় সতীর্থ! ট্রান্সফারে দাম উঠল ১১৬ কোটি টাকা

বিশ্বকাপ জেতার পর সমস্ত আর্জেন্টিনীয় তারকার দর বেড়ে গিয়েছে রাতারাতি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড অর্থ খরচ করছে ইপিএলে ক্লাবগুলি। ২০১৮ সালের ট্রান্সফার উইন্ডোয় রেকর্ড গড়ে ইপিএল ক্লাবগুলি খরচ করেছিল ৪৩০ মিলিয়ন পাউন্ড। এবারের ট্রান্সফার সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ইএলে ট্রান্সফার সিজনে খরচ হয়েছে ৫৫০ মিলিয়ন পাউন্ড। মঙ্গলবারই ট্রান্সফারের ডেডলাইন। শেষদিনে সেই অঙ্ক আকাশ ছুঁয়ে ফেলতে পারে।

Advertisment

আর দলবদলে খরচ করার পিছনে সবথেকে সক্রিয় চেলসি। নতুন মালিক টড বেহলি এবং কোচ গ্রাহাম পটার মিলে ঢেলে সাজাচ্ছেন ব্লুজদের। ইতিমধ্যেই সাত তারকাকে সই করেছে চেলসি বিশাল অর্থ (২০০ মিলিয়ন পাউন্ড) খরচ করে- বেঁনো বাদিয়াশি (৩৫ মিলিয়ন পাউন্ড), আন্দ্রে স্যান্টোস (১৮ মিলিয়ন পাউন্ড), জোয়াও ফেলিক্স (লোন ফি ৭.৯ মিলিয়ন পাউন্ড), ননি মাদুয়েকে (৩০.৭ মিলিয়ন পাউন্ড), মাইখাইলো মুডরিক (৬২ থেকেও বেড়ে হয়েছে ৮৯ মিলিয়ন পাউন্ড)।

আরও পড়ুন: বিশ্বকাপে টেনশনের ম্যাচে চরম ‘কুকীর্তি’ করেছিলেন! আক্ষেপে ভেসে নিজের ‘দোষ স্বীকার’ মেসির

আপাতত চেলসির সঙ্গে কথাবার্তা চলছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের সঙ্গে। আর্জেন্টিনীয় তারকার বর্তমান ক্লাব বেনফিকা ইতিমধ্যেই ফার্নান্দেজের জন্য ১০৫ থেকে ১১৫ মিলিয়ন পাউন্ড দাবি করেছে চেলসির কাছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ইপিএল ট্রান্সফারে রেকর্ড গড়তে পারে চেলসি।

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অন্যতম স্থপতি ছিলেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে দুর্ধর্ষ পারফর্ম করার পরেই টাকার থলি নিয়ে ঘুরছে ইউরোপের ক্লাবগুলি। ফার্নান্দেজ নিজেই পর্তুগাল ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোনও ক্লাবে নাম লেখাতে ইচ্ছুক। বেনফিকা তারপরই চুক্তিবদ্ধ তারকার জন্য আকাশছোঁয়া দাম হাঁকাতে শুরু করেছে। চেলসির কাছে এনজো ফার্নান্দেজের রিলিজ ক্লজ বাবদ একসঙ্গে ১০৬ মিলিয়ন দাবি করেছে বেনফিকা। যদিও চেলসি চাইছে কিস্তিতে ১১৫ মিলিয়ন পাউন্ড মেটাতে।

Read the full article in ENGLISH

Argentina EPL
Advertisment