/indian-express-bangla/media/media_files/2025/04/18/BlTXo2apDz4hVNDqfLWo.jpg)
সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্রিকেটার ট্রাাভিস হেড
Travis Head SRH: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। কিন্তু, মাঠের বাইরে শুরু হয়েছে এক বড়সড় বিতর্ক। উবর সংস্থার একটি বিজ্ঞাপন নিয়ে নয়া বিতর্কের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিল্লি হাইকোর্টে RCB ফ্র্যাঞ্চাইজি একটি পিটিশন দায়ের করেছে। অভিযোগ, উবর সংস্থার ওই ইউটিউব বিজ্ঞাপনে আরসিবি-র ট্রেডমার্ককে অপমান করা হয়েছে।
বিতর্কে জড়ালেন ট্রাভিস হেড
আদালতে ইতিমধ্যে দু'পক্ষের কথা শোনা হয়েছে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উবর ইন্ডিয়া সিস্টেমস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। সেখানে অভিযোগ করা হয়েছে, UBER Moto-র ওই ইউটিউব বিজ্ঞাপনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রেডমার্ককে অপমান করা হয়েছে।
কী নিয়ে বিতর্ক?
এই বিজ্ঞাপনের শিরোনামে দেওয়া হয়েছে, 'ব্যাডিজ ইন বেঙ্গালুরু ফিট ট্রাভিস হেড'। আরসিবি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ভিডিওর প্রধান চরিত্র ট্রাভিস হেড তাঁদের ট্রেডমার্ককে অপমান করেছে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
আরসিবি-র দুর্দান্ত পারফরম্যান্স
২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফে ওঠার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আরসিবি। এই মরশুমে শুরুটা আরসিবি যথেষ্ট ভাল করেছে। গত ৬ ম্য়াচের মধ্যে চারটেতেই তারা জয়লাভ করেছে। দলের রান রেটও আপাতত বেশ ভাল রয়েছে। পয়েন্ট টেবিলের প্রথম তিনটে দলের মধ্যে তারা নিজেদের জায়গা ধরে রেখেছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৮ এপ্রিল) পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক রান করার রেকর্ড ডেভিড ওয়ার্নারের দখলে রয়েছে। এই দলের বিরুদ্ধে তিনি ২৬ ম্যাচে ৪৯.৩০ ব্যাটিং গড়ে মোট ১,১৩৪ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি ৩২ ম্য়াচে ৩৫.৫১ ব্যাটিং গড়ে ১,০৩০ রান করেছেন। যদি কোহলি আজকের ম্য়াচে ১০৫ রান করতে পারেন, তাহলে ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙতে পারবেন।