Dinesh Karthik on Travis Head: ভারতের জন্য প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্র্যাভিস হেড আবারও মূল টার্গেট হতে চলেছে। এমনটাই বলে দিলেন দীনেশ কার্তিক। মঙ্গলবার দুবাইয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ। অস্ট্রেলিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে ভারতকে পরাজিত করেছিল।
"এক সময়ে নিউজিল্যান্ড ছিল ভারতীয় দলের জন্য সমস্যা। নকআউট ম্যাচগুলিতে তারা প্রায়শই ভারতের বিপক্ষে জয়ী হতো, কিন্তু বর্তমানে এই জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া।" স্কাই স্পোর্টস পডকাস্টে মাইকেল আথারটন ও নাসের হুসেইনকে বলে দিয়েছেন দিনেশ কার্তিক।
"যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে নিয়মিতভাবে চ্যালেঞ্জ জানায়, তবে সেটা অস্ট্রেলিয়া। এবং রবি শাস্ত্রীর যেমনটা বলেছেন, মানসিকভাবে এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া নয়, বরং ট্র্যাভিস হেড।"
"তিনি যেকোনো ফরম্যাটেই ভারতের বিপক্ষে পারফর্ম করেছেন। ভারত তার উইকেট পাওয়ার জন্য মরিয়া থাকবে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপ ফাইনাল—প্রত্যেক বড় ম্যাচেই ও পার্থক্য গড়ে দিয়েছেন। ওঁর উইকেট পাওয়া মানে ভারতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ।"
নাসের হুসেন বলেন, যদি ভারত দ্রুত ট্র্যাভিস হেডকে আউট করতে পারে, তবে সতর্ক থাকতে হবে, কারণ খেলার মোড় যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। তিনি বলেন, "শুধুমাত্র একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করলেই খেলা শেষ হয়ে যায় না, সেটা মাথায় রাখতে হবে।" কার্তিক উত্তর দেন, "আমি একমত। অবশ্যই, এটা খেলার শেষ নয়, তবে ভারত অনেকটাই স্বস্তি পাবে, কারণ যতক্ষণ ট্র্যাভিস হেড ক্রিজে থাকবে, ও নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে বিপদ সৃষ্টি করতে পারেন। ভারত তাকে আউট করার জন্য অনেক কৌশল চেষ্টা করেছে, কিন্তু তিনি সব সময় কোনও না কোনওভাবে বাউন্ডারি খুঁজে পান।"
কীভাবে ট্র্যাভিস হেডকে আউট করা যায়? কিংবা ভারতের কাছে প্রশ্ন, বুমরাহ না থাকলে, ভারতের পরিকল্পনা কী হবে ট্র্যাভিস হেডের বিরুদ্ধে?
কার্তিক বলেন, "আমার মনে হচ্ছে ভারত চারজন স্পিনার খেলাবে, বিশেষ করে যেভাবে বরুণ (চক্রবর্তী) বোলিং করেছে এবং এই উইকেটের চরিত্র অনুযায়ী, ওঁর খেলা উচিত। বরুণ আবারও উইকেট নেওয়ার বড় সুযোগ এনে দেবে, কারণ বেশিরভাগ অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য ও নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভুত হবে।"
"যারা ওঁকে আইপিএলে খেলেছে, তারা কিছুটা অভ্যস্ত, কিন্তু যারা প্রথমবারের মতো ওঁকে খেলবে, তাদের জন্য বরুণ অবশ্যই কঠিন প্রতিপক্ষ। কারণ তিনি দুই দিকেই স্পিন করাতে পারেন এবং খুবই নিয়ন্ত্রিত লেংথে বল করেন।"
"ট্র্যাভিস হেডের ব্যাপারে, তার শক্তিই তার দুর্বলতা হতে পারে। যদি অফ-স্টাম্পের বাইরে বল করা হয় এবং একটু সুইং পাওয়া যায়, তাহলে ও খুব সমস্যায় পড়তে পারে। তবে ও খুব আক্রমণাত্মক ব্যাটার এবং বল ছাড়তে চান না। এই উইকেট পাকিস্তানের তুলনায় একটু বেশি সুইং দিচ্ছে, তাই নতুন বলে ভারতকে খুবই নিখুঁত হতে হবে।"
"আমরা টিভিতে প্রযুক্তির মাধ্যমে দেখি, যদি চতুর্থ স্টাম্পে বল করা হয়, তাহলে সেটি চার হয়ে যায়। যদি মিডল ও লেগ স্টাম্পে বল করা হয়, তাহলে সেটিও চার হয়ে যায়। লেগ সাইডে বল পড়লে হেড পুল শট খেলেন। তাই বোলারদের লক্ষ্য রাখতে হবে যে বল যেন মিডল ও অফ-স্টাম্পে পড়ে, তাহলে ওঁকে সমস্যায় ফেলা সম্ভব।"