/indian-express-bangla/media/media_files/2025/03/29/AFs1Imw0BGgHdXzYXgPd.jpg)
Sharath Kamal: শরথ কমল। (ছবি- স্ক্রিনগ্যাব)
Sharath Kamal Bids Farewell to TT Career After R16 Loss in Chennai: ভারতীয় টেবিল টেনিস কিংবদন্তি আচান্ত শরথ কমল চেন্নাইয়ে ডব্লিউটিটি স্টার কন্টেন্ডারে অবসর নিলেন। শনিবার আয়োজিত এই প্রতিযোগিতার রাউন্ড অফ ১৬ ম্যাচে তিনি ডাবলস সঙ্গী স্নেহিত সুরাভাজ্জুলার কাছে ০-৩ ব্যবধানে হেরে যান। ৪২ বছর বয়সি শরথের এই বিদায়ে ছিল বিষণ্ণতার ছায়া। কারণ, এটাই ছিল তাঁর বন্ধু-বান্ধব ও পরিবারের সামনে খেলা শেষ ম্যাচ।
ভারতীয় টেবিল টেনিসের অন্যতম পথপ্রদর্শক শরথ কমলের প্রভাব শুধু স্কোরবোর্ডেই সীমাবদ্ধ নয়। কমনওয়েলথ গেমসে সাতটি স্বর্ণপদক এবং এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ জয়ের মাধ্যমে তিনি দেশকে গৌরবান্বিত করেছেন। তবে তাঁর সবচেয়ে বড় অবদান হল ভারতীয় টেবিল টেনিসকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া।
তাঁর শেষ ম্যাচের বিশেষত্ব হল, প্রতিপক্ষ ছিলেন এমন এক ভারতীয় তরুণ, যিনি একই টুর্নামেন্টে তাঁর ডাবলস পার্টনারও ছিলেন। এতেই প্রমাণ হয় যে শরথ তাঁর উত্তরসূরিদের জন্য জায়গা তৈরি করে দিয়ে গেলেন।
And it is an end of an illustrious career. 42-year-old Sharath Kamal goes down 0-3 to Snehit in the men's singles pre-quarterfinals. #TableTennispic.twitter.com/R5nusktNYb
— M.Sudharshan (@msudh98) March 29, 2025
টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TTFI) সচিব কমলেশ মেহতা জানিয়েছেন, শরথ শুধুমাত্র একজন সফল খেলোয়াড়ই নন, তিনি টেবিল টেনিসের উন্নতির জন্য সবসময় চেষ্টা করে গেছেন। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (ITTF) অ্যাথলেটস কমিশনের কো-চেয়ারম্য়ান হিসেবে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
Happy Retirement Sharath Kamal
— TT & Badminton!! (@TT_Badminton) March 29, 2025
Poster boy of Indian Table Tennis bids a good bye to TableTennis. All the best for your future endeavours.❤️#TableTennis#SharathKamalpic.twitter.com/9381c8cF7v
বিদায়ী ম্যাচে জয় আসেনি, কিন্তু শরথ কমল তার সংগ্রাম, দৃঢ়সংকল্প ও খেলাটির প্রতি ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। ভারতীয় টেবিল টেনিসের ভবিষ্যৎ এখন তার দেখানো পথেই এগিয়ে চলেছে।
আরও পড়ুন- গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ, কোথায়, কীভাবে লাইভ দেখবেন?
টেবিল টেনিস দুনিয়া মনে করছে, তাঁর অবসর কার্যত এই খেলার একটা যুগের অবসান ঘটাল। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় টেবিল টেনিসকে টেনে নিয়ে গিয়েছেন। নিজে নেতৃত্ব দিয়েছেন এই দুনিয়ার।