Advertisment

ইস্টবেঙ্গলকে ৬-৭ গোলও দেওয়া যেত! বাগানে 'উৎসবের দিনে পাশের বাড়ি' নিয়ে বিষ্ফোরক টুটু বোস

বাড়িতে উৎসবের দিন 'পাশের বাড়ি' নিয়ে বলতে নেই! ইস্টবেঙ্গলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য টুটু বসুর

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহন-তাঁবুতে এসে ইস্টবেঙ্গল নিয়ে বড়সড় মন্তব্য করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিয়েছিলেন, "ইস্টবেঙ্গল বেচারা ভাল করে টিমটা তৈরি করতে পারেনি। ওরা যখন টিমটা তৈরি করেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাল খেলোয়াড় পায়নি। মোহনবাগান সেই খেলাটা আগেই খেলে দিয়েছিল।"

Advertisment

মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল কে নিয়ে মন্তব্যে কার্পণ্য না করলেও, শীর্ষকর্তা টুটু বসু নিজেকে বিরত রাখলেন। দীর্ঘদিন ট্রফি নেই লাল-হলুদ তাঁবুতে। অন্যদিকে, একের পর এক সাফল্যের জোয়ারে ভাসছে সবুজ মেরুন শিবির। আইলিগের পাশাপাশি আইএসএল-এর খেতাবও জিতে ফেলেছে গঙ্গাপাড়ের ক্লাব।

আরও পড়ুন: বিতর্কিত পেনাল্টি আদায় করেছিলেন পুত্র কিয়ান, সত্যি-মিথ্যা জানিয়ে এবার মুখ খুললেন জামশেদ নাসিরি

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের পরেই স্বপনসাধন বসু সাংবাদিকদের বলে দেন, "যেদিন নিজের বাড়িতে উৎসব হয়, বড় কিছু হয়, সেদিন পাশের বাড়ি নিয়ে বলতে নেই। তাঁদের বাড়িতে অন্ধকার, আলো নেই বা খাবার হচ্ছে না, এসব নিয়ে বলাটা হীনমন্যতার পরিচয়।"

মুখ্যমন্ত্রীর জন্য মাঠের কেন্দ্রে যে সভাস্থল বাঁধা হয়েছিল, সেই সভায় বসে তৃপ্তির ঢেঁকুর তুলছিলেন ময়দানের প্রবাদপ্রতিম কর্তা। ইস্টবেঙ্গল নিয়ে বলব না বলব না করেও বলে ফেললেন, "ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টানা আটটা ডার্বি হয়। এটা মস্ত বড় ব্যাপার। জীবনে লক্ষ্য ছিল ওঁদের পাঁচ গোল দেব। সেটাও হয়েছে। সেদিন আমরা ছয়-সাত গোল-ও দিতে পারতাম। ফুটবলাররা দেয়নি।"

আরও পড়ুন- ‘ভোরবেলার স্বপ্নই সত্যি হয়েছে’, তৃপ্ত মমতা, মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চে আবেগী মুখ্যমন্ত্রী

ক্লাব কর্তা তো বটেই সমর্থকদের ক্রমাগত চাপের কাছে বিজয়ের মঞ্চেই সদর্পে সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দিয়েছিলেন, এটিকে নাম আর জুড়ে থাকবে না মোহনবাগানের সঙ্গে। বদলে এবার সবুজ মেরুন ফুটবলাররা খেলবেন 'মোহনবাগান সুপার জায়ান্টস' নামে। সেই বিষয়েও এদিন মন্তব্য করে টুটু বসু বলে যান, "আমার সময়ে এটিকে নাম পরিবর্তন হল কোন দিনে, যেদিন সঞ্জীব গোয়েঙ্কা বললেন, আইএসএল জিতলাম এটিকের নামে। এবার আমাকে জিততে হবে সুপার জায়ান্টস নামে।"

আরও পড়ুন: ‘মোহনবাগান আগেই খেলে দিয়েছে, বেচারা ইস্টবেঙ্গল’, মমতা বলতেই করতালির বন্যা

দলের পরবর্তী গন্তব্যও ঠিক করে দিয়েছেন তিনি। বলে দিয়েছেন, "মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবার আমাদের লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।" মুখ্যমন্ত্রীর ৫০ লক্ষ টাকা কীভাবে ব্যবহার করা হবে, প্রশ্নের উত্তরে সবুজ মেরুন কর্তা জানাচ্ছেন, ক্লাবের সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bangal Mamata Banerjee East Bengal Eastbengal
Advertisment