করোনা টেস্ট করিয়েই হয়ত এবার মাঠে প্রবেশে অনুমতি দর্শকদের, বড় আপডেট সৌরভের

"জীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এটা একটা প্ৰচেষ্টা। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত হয়ত এরকমটা আরো পাঁচ-ছয় মাস চলবে।"

"জীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এটা একটা প্ৰচেষ্টা। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত হয়ত এরকমটা আরো পাঁচ-ছয় মাস চলবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাঠে দর্শক আসবে না। শুধুমাত্র টিভিতেই দেখানো হবে টুর্নামেন্ট। তাই টিভি ভিউয়ারশিপ এবার রেকর্ড করবে এমনটাই মনে করছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisment

অনলাইনে একটি সংস্থার অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সৌরভ বলেন, "সবাই এবার টিভিতে খেলা দেখবেন। সম্প্রচারকারী সংস্থা হায়েস্ট রেটিং প্রত্যাশা করছে। তাঁদের বিশ্বাস, মানুষ যদি মাঠে না আসে তাহলে টিভিতে সবাই খেলা দেখবেন। সব বিষয়েই কিছু না কিছু পজিটিভ থাকে।"

আরও পড়ুন মেয়েদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই, বিতর্কিত মন্তব্যে বিস্ফোরক সৌরভ

ফাঁকা স্টেডিয়ামে খেলার সময় ক্রিকেটারদের কেমন অনুভূতি হবে, তা জানাতে গিয়ে সৌরভ বলছিলেন, "কোভিড সংক্রমণের কারণে কেউই অন্যের ঘনিষ্ঠ সংস্পর্শে আসতে চায় না। তবে খুব শীঘ্রই সামাজিক দূরত্ববিধি মেনে মাঠে ৩০ শতাংশ দর্শক দেখা যেতে পারে। যদি তাঁরা টেস্ট করিয়ে আসে। তাহলে তাদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া যেতেই পারে। তবে সেরকম ঘটতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে।"

Advertisment

সেই সঙ্গে সৌরভের আরো সংযোজন, "জীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার এটা একটা প্ৰচেষ্টা। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত হয়ত এরকমটা আরো পাঁচ-ছয় মাস চলবে। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।"

সৌরভ সমর্থকদের আরো আশার কথা শুনিয়েছেন, "এই ভাইরাস ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে। আশা করি এই কঠিন সময় আমরা সবাই পেরিয়ে যাবো। আমরা এবার আইপিএল বাতিল করতেই পারতাম। তবে আমরা মানুষ। এর আগেও অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি আমরা।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly IPL