/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/MSD-1.jpg)
বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি, টুইটারের হাসিই থামছে না (ছবি-টুইটার/বিসিসিআই)
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফ্যানেদের জয় সেলিব্রেট করার মতো অনেক গুলো কারণ ছিল। লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরি তো রয়েছেই। তারসঙ্গেই বাড়তি পাওনা হিসেবে তাঁরা পেয়েছেন সেই পুরনো মহেন্দ্র সিং ধোনিকে। যাকে বলে 'ভিন্টেজ মাহি'। বাংলাদেশের কোনও বোলারকেই রেয়াত করেননি রাঁচির রাজপুত্র।
রাহুলের সঙ্গে জুটি বেঁধে ১৬৪ রানের পার্টনারশিপ করেন ধোনি। তাঁর ব্যাট থেকে আসে ৭৮ বলে ১১৩ রান। রাহুল-ধোনির-ব্যাটে ভর করেই ভারত সাত উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর তুলতে পেরেছিল। জবাবে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। ধোনির ব্যাটিংয়ের সময়ই একটি মজার ঘটনা ঘটে। যা দেখে টুইটারাত্তিরা আর নিজেদের হাসি থামাতে পারছেন না। ধোনির 'থাগ লাইফ' বলেই বিষয়টির ব্যাখ্যা দিয়েছে টুইটার।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: চারেই কি রাহুল? উত্তর দিলেন ভারত অধিনায়ক
— Thala was Not Out (@BattingInFinal) May 28, 2019
Dhoni even sets field for the opposition team???????????? #INDvBAN
— Aashim (@broken602) May 28, 2019
MS Dhoni helping out the Bangladesh team set field shows how confident he is in his abilities!
Also, Zen mode activated! #CWC19#CWC19Warmup#IndvsBan#ICCWC2019— NACHIKET DANDEKAR (@MurkhaManushya) May 28, 2019
#dhoni thug life moment in warm up match against Bangladesh, stopping the bowler (Shabbir) in run up in 40th over, asking if he is sure of the field and then the bowler making a field change #WorldCup2019@msdhoni@BCCI ????????
— Dheeraj Pershad (@djpershad) May 28, 2019
ভারতের ইনিংসের ৩৯ ওভারে সাব্বির রহমানকে বল তুলে দিয়েছিলেন মাশরাফি মোর্তাজা। স্ট্রাইকে ছিলেন ধোনি। ডেলিভারির মাঝপথেই ধোনি সাব্বিরকে থামিয়ে দেন এবং তাঁকে পরামর্শ দেন ফিল্ডারকে মিড উইকেট থেকে স্কোয়ার লেগে নিয়ে আসার জন্য়। সাব্বিরও সেই মতোই ফিল্ডিং বদলে আবার বল করেন। ধারাভাষ্য়কারদের মতে ধোনি এই ফিল্ডিংয়ে ধোঁয়াশায় পড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেন। আর এই ঘটনা টুটারের চোখ এড়িয়ে যায়নি। আর এই ঘটনার ঠিক দশ ওভারের মাথায় ধোনি আবু জায়েদকে ছয় হাঁকিয়ে সেঞ্চুরি করেন।