Advertisment

একটা বিস্কুটের জন্য লড়ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান! হাসি থামছে না টুইটারের

চমক আনতে গিয়েই খোরাক হয়ে গেল স্পনসর। ট্রফির পরিবর্তে একটি বিশাল বিস্কুটকে স্থান দেওয়া হয়েছে সেখানে। যা দেখে টুইটারে ট্রলের বন্যা বয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Biscuit Trophy

এই সেই চর্চিত বিস্কুট ট্রফি (ছবি টুইটার)

সংযুক্ত আরব আমির শাহিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। বুধবার আবু ধাবিতে প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তান ৬৬ রানে জিতে সিরিজি ১-০ এগিয়ে গিয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে ১-০ জিতেছে পাকিস্তান।

Advertisment

টি-২০ সিরিজের থেকেও এখন অনেক বেশি আলোচনা হচ্ছে টুর্নামেন্টের উইনার্স ট্রফি নিয়ে। সাধারণত স্পনসরের নাম বা লোগো থাকে ট্রফিতে। কখনও সেটা ছাপার হরফে থাকে বা কখনও খোদাই করে লেখা হয়। কিন্তু এবার চমক আনতে গিয়েই খোরাক হয়ে গেল স্পনসর। ট্রফির পরিবর্তে একটি বিশাল বিস্কুটকে স্থান দেওয়া হয়েছে সেখানে। যা দেখে টুইটারে ট্রলের বন্যা বয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ শুরুর আগে একটি ছবি টুইট করেছিল। সেখানে এই ‘বিস্কুট ট্রফিট’ নিয়ে পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও সরফরাজ আহমেদ। আইসিসিও এটা নিয়ে মজা করতে ছাড়েনি।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারল অস্ট্রেলিয়া, কী বললেন ওয়ার্ন!

সংযুক্ত আরব আমিরশাহিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজে ১-০ জিতে নিয়েছে পাকিস্তান। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেনার উসমান খোয়াজার লড়াকু সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ড্র করেছে। দ্বিতীয় টেস্টে পাক পেসার মহম্মদ আব্বাসের ১০ উইকেটের সুবাদে পাকিস্তান ৩৭৩ রানে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্স দেখার পর এখন ক্রিকেটবিশ্ব তাদের সমালোচনায় সোচ্চার। এমনকি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা দু’ধাপ নেমে গিয়েছে। এই সিরিজের আগে তিন নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এখন তারা পাঁচে।

pakistan Australia
Advertisment