বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভকে নিয়ে সেলিব্রেশনে মাতল টুইটার

গত সপ্তাহেই ঠিক হয়ে গিয়েছিল বিসিসিআই-এর নয়া সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়া। এতদিন ওয়ার্ম আপ সারছিলেন সৌরভ। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকেই সৌরভ ও নতুন পদাধিকারীদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়।

গত সপ্তাহেই ঠিক হয়ে গিয়েছিল বিসিসিআই-এর নয়া সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়া। এতদিন ওয়ার্ম আপ সারছিলেন সৌরভ। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকেই সৌরভ ও নতুন পদাধিকারীদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly was elected as the 39th BCCI president

সরকারি ভাবে বিসিসিআই প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ছবি-টুইটার/বিসিসিআই)

গত সপ্তাহেই ঠিক হয়ে গিয়েছিল বিসিসিআই-এর নয়া সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়া। এতদিন ওয়ার্ম আপ সারছিলেন সৌরভ। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকেই সৌরভ ও নতুন পদাধিকারীদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়। ভারতীয় ক্রিকেটের মসনদে আগামী ন'মাস 'দাদাগিরি' করবেন সৌরভ।

Advertisment

দেখে নেওয়া যাক সৌরভ প্রেসিডেন্ট হওয়ার পর টুইটার কী বলছে। সুরেশ রায়না থেকে ইরফান পাঠানের মতো ক্রিকেটাররা নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। প্রিয় ক্রিকেটারকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা।

আরও পড়ুন: দেখুন ভিডিও: চ্যাম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না, ধোনি প্রসঙ্গে বললেন সৌরভ

Advertisment

আরও পড়ুন: এবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের টিম বিসিসিআই, জেনে নিন কোন ভূমিকায় কারা

সৌরভ সরকারিভাবে বোর্ড সভাপতি হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, স্বচ্ছতা নিয়ে কোনও আপোষ করবেন না তিনি। দুর্নীতিমুক্ত বিসিসিআই পরিচালনা করবেন তিনি। যেভাবে জাতীয় দলকে একসময় নেতৃত্ব দিয়েছিলেন।

cricket Sourav Ganguly BCCI