১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে। কেরিয়ারে তিন ফর্ম্যাটের ক্রিকেট মিলিয়ে ৩৪৯টি ম্যাচে ১৮,৭২৭ রান। ঝুলিতে ৫৫টি আন্তর্জাতিক শতরান। রঙিন কেরিয়ারে ফুলস্টপ পড়তেই বিশ্বক্রিকেটে আমলা-র শোক। সেই শোকের হ্যাংওভারে আচ্ছন্ন হয়েই বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা আমলার উদ্দেশ্যে টুইট-তর্পণ করছেন। ৩৭ বছরের তারকা অবসর ঘোষণা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বড় ধাক্কা। কারণ কিছুদিন আগেই অবসর নিয়েছেন স্বয়ং ডেল স্টেইন। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রকাশ্যে আনা বিবৃতিতে আমলা জানিয়েছেন, "সর্বশক্তিমানকে ধন্যবাদ প্রোটিয়াজদের জার্সিতে সুযোগ করে দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলাটা আমার কাছে দারুণ আনন্দের ছিল।"
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর আমলার, বিশ্বক্রিকেট হারাল নক্ষত্রকে
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের বর্তমান অধিনায়ক ফাফ ডুপ্লেসিস যেমন সাফ জানিয়ে দিয়েছেন, "ফাফ আমাদের ক্রিকেটে ফাদার-ফিগারের মতো। এত নম্র। সবসময়েই মুখে হাসি লেগেই থাকে। আমার যতদূর মনে পড়ে ততদিন থেকে জাতীয় দলের ব্যাটিং অর্ডারে পিলারের ভূমিকা পালন করে চলেছে। কিংবদন্তির মতো কেরিয়ার শেষ করলে বন্ধু! ধন্যবাদ। তোমাকে অবশ্যই মিস করব।" জাতীয় দলের বর্তমান স্পিন তারকা তাবরিজ শামসিও বন্ধু-র শেকে ম্যুহমান। নিজের টুইটারে তিনি লিখেছেন, "কেবলমাত্র শব্দে আমার প্রতি দলের প্রতি এবং সর্বোপরি দেশের জন্য তোমার অবদান প্রকাশ করা সম্ভব নয়। এমন একজন ব্যক্তি যার কাছে যেকোনও সময় পরামর্শের জন্য যাওয়া যায়। গোটা দেশকে একত্রিত করেছ তুমি। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ।"
The mighty # @amlahash ... The Father figure of our team. So much wisdom , so much humility , always a smile on ur face and has been the rock of the batting line up for as long as I can remember. Well done on ur legendary career bud. THANK YOU !!! We definitely gonna miss you pic.twitter.com/ILwp12URER
— Faf Du Plessis (@faf1307) August 9, 2019
There arent enough words to describe your contributions... to the team.. to me... and to the country as a whole!
A person we could always look to for advice and wisdom.
You truly brought a whole nation together... Thank you for everything @amlahash #Legend #SilentWarrior ???????????? pic.twitter.com/qd8mNR4OD8
— Tabraiz Shamsi (@shamsi90) August 8, 2019
প্রাক্তন ক্রিকেটার পল অ্যাডামস আবার সরাসরি কিংবদন্তির মর্যাদা দিয়ে লিখেছেন, "যাঁরা আজ পর্যন্ত ক্রিকেটে অবসর নিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।" দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের অন্য কিংবদন্তি শন পোলক লিখেছেন, "৯০ দশকের শেষ দিকে কিংসমিডের নেটে তোমাকে প্রথম দেখেছিলাম। তোমার ক্রিকেটীয় যাত্রাপথ দারুণ হয়ে থাকল। শুভেচ্ছা।" ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর আবার টুইট করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটারকে নিয়ে। "দেশকে নিজস্ব স্বতন্ত্রভাবে তুমি সেবা করেছ এবং অগণিত তরুণের কাছে অনুপ্রেরণা জুগিয়েছ। অবসরোত্তর পর্বে দারুণ জীবনের জন্য শুভেচ্ছা রইল। তোমার জন্য শুভকামনা।" টুইটে লিখেছেন মাস্টার ব্লাস্টার।
“Being humble means recognizing that we are not on earth to see how important we can become, but to see how much difference we can make in the lives of others” You certainly have...One of the greats of the game has retired @amlahash We salute you you ???????????????????????????????? pic.twitter.com/SMTOwCCa8q
— Paul Adams (@PaulAdams39) August 8, 2019
You have served your country with great distinction and been a source of inspiration for many youngsters @amlahash! Wishing you a wonderful retired life. Good luck my friend. pic.twitter.com/U7OeLwWFtk
— Sachin Tendulkar (@sachin_rt) August 9, 2019
Congratulations to Hashim Amla on a fantastic international career..what an amazing journey it has been since seeing you for the first time in the Kingsmead nets in the late 90’s... well done..respect..???????????????????????????? @amlahash
— Shaun Pollock (@7polly7) August 8, 2019
ভারতের প্রাক্তন দুই তারকা ইরফান পাঠান এবং মহম্মদ কাইফও শ্রদ্ধা জানিয়েছেন আমলাকে। পাঠান লিখেছেন, "নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপে প্রথমবার আমলার বিরুদ্ধে খেলেছিলাম। আমাদের বিপক্ষে দারুণ ইনিংস খেলে নিজের ক্লাস বুঝিয়ে দিয়েছিল ও। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট শেষ করল আমলা। অবসরের পরের জন্য শুভেচ্ছা রইল, ভাই।" কাইফের টুইট, "আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা। দারুণ কেরিয়ারের জন্য হাসিম আমলা তোমাকে শুভেচ্ছা।"
First time I played against @amlahash was in u-19 World Cup in New Zealand.showed the glimpse of his class by playing an outstanding inning against us,surely he finished his international career by being one of the greats of South African cricket.Happy #retirement brother #amla
— Irfan Pathan (@IrfanPathan) August 8, 2019
One of the greats of the modern era. Congratulations, Hashim Amla on a fantastic career, wish you the best in retirement @amlahash ! pic.twitter.com/sgNvCVazBh
— Mohammad Kaif (@MohammadKaif) August 8, 2019
সবমিলিয়ে হাসিম আমলার অবসরে ক্রিকেট বিশ্বের শ্রদ্ধাজ্ঞাপনেই পরিষ্কার, কতটা বড়মাপের ক্রিকেটার ছিলেন তিনি!
Read the full article in ENGLISH