Advertisment

ধোনিকে নকল করে চূড়ান্ত ব্যর্থ পন্থ, বিশ্বকাপে কার্তিককে রাখার দাবি ফ্যানেদের

বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা এই সিরিজে দীনেশ কার্তিককে রাখেননি। এমনকি এমএসকে প্রসাদদের বিশ্বকাপের ভাবনাতেও কার্তিক নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Twitterati roasts Rishabh Pant with MS Dhoni reminder for failed chances; appeal for Dinesh Karthik in WC team

ধোনিকে নকল করে চূড়ান্ত ব্যর্থ পন্থ, বিশ্বকাপে কার্তিককে রাখার দাবি ফ্যানেদের (ছবি-টুইটার)

মোহালিতে ৩৫৮ রান করেও ভারতকে হারতে হয়েছে। রবিবারের এই হারের ধাক্কা এখনও হজম করতে পারছেন না ফ্যানেরা। এত বড় টাগেট দিয়েও ডিফেন্ড করতে পারল না বিরাট কোহলির দল। হারের ময়নাতদন্তে বেরিয়ে আসছে ভারতের হতশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস এমনকি জঘন্ন বোলিং। কিন্ত এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে ঋষভ পন্থের উইকেটকিপিং। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের তরুণ উইকেটকিপার যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা আজকাল পাড়ার ক্রিকেটেও দেখা যায় না।

Advertisment

মহেন্দ্র সিং ধোনির জন্য় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম তিন ম্যাচেই বেঞ্চে বসতে হয়েছিল। মাহির পরিবর্তে মোহালিতে সুযোগ পান তিনি। কিন্তু তাঁর দস্তানায় ভারতের ভরাডুবি তরান্বিত হয়। পন্থ ক্যাচ হাতছাড়া করেছেন, দু'টো স্টাম্প মিস করেছেন। ধোনির মতো নো-লুক (না-দেখেই, দু'পায়ের মাঝখান দিয়ে বল গলিয়ে অব্যর্থ থ্রোয়ে উইকেট ছিটকে দেওয়া)  স্টাম্পিং করতে গিয়েও চূড়ান্ত ব্য়র্থ হয়েছেন তিনি। এরপরেই টুইটার ধুয়ে দিয়েছে পন্থকে।

আরও পড়ুন: পন্থ যা করলেন তা ধোনিও পারেননি কখনও

বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা এই সিরিজে দীনেশ কার্তিককে রাখেননি। এমনকি এমএসকে প্রসাদদের বিশ্বকাপের ভাবনাতেও কার্তিক নেই। তাঁরা ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পন্থকেই ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন। কিন্তু মোহালিতে পন্থের পারফরম্যান্স দেখার পরেই নেটিজেনরা বিশ্বকাপের দলে কাতিককে রাখার দাবি তুলেছেন। তাঁদের মতে পন্থ ভবিষ্য়তে আরও সুযোগ পাবে। কিন্তু দীনেশের মতো অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। পন্থের কিপিং দেখে কোহলিও নিজের হতাশা ধরে রাখতে পারেননি। পন্থ প্রকাশ্যে ধোনিকেই নিজের গুরু মনে করেন, কিন্তু গুরুকে অনুকরণ করতে গিয়েই চূড়ান্ত বিপাকে ফেললেন দলকে।

Advertisment