Advertisment

রোহিতের সঙ্গে ময়াঙ্ক, এটাই হোক ভারতের ওপেনিং জুটি, দাবি টুইটারের

টুইটারাত্তিরা মেলবোর্ন টেস্টের জন্য পছন্দের ওপেনিং জুটির নাম বেছে নিয়েছে। টুইটার চাইছে আগামিকাল ময়ঙ্কের সঙ্গে হনুমা বিহারীর বদলে রোহিত শর্মা ওপেন করতে নামুক।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma and Mayank Agarwal

রোহিতের সঙ্গে ময়াঙ্ক, এটাই হোক ভারতের ওপেনিং জুটি, দাবি টুইটারের (ছবি টুইটার)

বড়দিনের সকালেই বক্সিং-ডে টেস্টের জন্য দল বেছে নিয়েছে বিসিসিআই। মেলবোর্নে মাঠা নামা হবে না দলের দুই নিয়মিত ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের। ধারাবাহিক ব্যর্থতাই তাঁদের দল থেকে ছিটকে দিল। সব ঠিক থাকলে আগামিকাল ভারতের হয়ে ওপেন করতে চলেছেন ময়ঙ্ক আগরওয়াল ও হনুমা বিহারী। বিজয়-রাহুল বাদ পড়ায় টুইটারে অনেকেই খুশি হয়েছেন। সেরা দল নির্বাচনের জন্য বিসিসিআই আর বিরাটের জন্য শুভেচ্ছাবার্তাও আসছে।

Advertisment

আর এসবের মাঝেই টুইটারাত্তিরা মেলবোর্ন টেস্টের জন্য পছন্দের ওপেনিং জুটির নাম বেছে নিয়েছে। টুইটার চাইছে আগামিকাল ময়ঙ্কের সঙ্গে হনুমা বিহারীর বদলে রোহিত শর্মা ওপেন করতে নামুক। রোহিত চোটের জন্য পার্থে খেলতে পারেননি। কিন্তু মেলবোর্নে নামার জন্য প্রস্তুত ভারতীয় দলের সীমিত ওভারের মারকুটে ওপেনার। টেস্টে ছ’নম্বর জায়গাটা রাখা হয়েছে তাঁর জন্য। কিন্তু টুইটার চাইছে রোহিতকে আরও পাঁচ ধাপ ওপরেই নামানো হোক।

আরও পড়ুন: গর্দান গেল রাহুল-বিজয়ের, দলে ময়ঙ্ক ও স্যার

রোহিত অ্যাডিলেডে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় পিঠে চোট পান। ফলে পার্থে খেলতে পারেননি। অন্যদিকে রোহিতের সঙ্গে অশ্বিনেরও খেলা হয়নি পার্থে। অশ্বিনের পেটে টান ধরেছিল। রোহিত সুস্থ হয়ে উঠলেও, অশ্বিন এখনও সেরে ওঠেননি।

India Australia BCCI Rohit Sharma
Advertisment