ভারতে ম্যাচ-ফিক্সিংয়ে জড়িত দু’জন অস্ট্রেলীয় ও তিনজন ইংল্যান্ডের ক্রিকেটার। এমনটাই জানাচ্ছে কাতারি টেলিভিশন চ্যানেল আল জাজিরার স্টিং অপারেশন। আল জাজিরার ৫৪ মিনিটের তথ্যচিত্র 'ক্রিকেট’স ম্যাচ-ফিক্সার্স'-এ আলোড়ন পড়ে গিয়েছে ক্রিকেটবিশ্বে। রাতের ঘুম উড়ে গিয়েছে আইসিসি-র। একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে।
এখনও পর্যন্ত এই তথ্যচিত্রে কোনও ভারতীয় ক্রিকেটারের নাম উঠে আসেনি। কিন্তু ম্যাচ ফিক্সার হিসেবে মুম্বইয়ের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রবিন মরিস ও প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজার নাম উঠে এসেছে। এছাড়াও দুবাইয়ের ব্যবসায়ী গৌরব রাজকুমারেরও যোগ রয়েছে ম্যাচ গড়াপেটায়। শোনা যাচ্ছে এঁরা প্রত্যেকেই ম্যাচ ফিক্সিংয়ের পাশাপাশি পিচ বিকৃত করার জন্য মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাহায্য চেয়েছিলেন।
আরও পড়ুন, ক্রিকেটটাই কি ফিক্সড! ক্রিকেটারদের হাতের পুতুল বানাতে টি-২০ টুর্নামেন্ট
আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টার ডেভিড হ্য়ারিসনই গোপন ক্যামেরায় সমস্তটা নজরবন্দি করেছেন। তিনি বলছেন, গত বছর শ্রীলঙ্কার গাল্লেতে শুধু ভারত-শ্রীলঙ্কা টেস্টই ফিক্সড হয়নি, চেন্নাইতে ইংল্যান্ড টেস্ট (ডিসেম্বর ১৬-২০, ২০১৬) ও রাঁচিতে অস্ট্রেলিয়া টেস্টেও (মার্চ ১৬-২০, ২০১৭) গড়াপেটা হয়েছে। আল জাজিরার কাছে তদন্তের জন্য সব নথি চেয়েছে আইসিসি, ওই নিউজ চ্যানেল যদিও সব ক্রিকেটারদের নাম আইসিসি-কে জানিয়ে দিয়েছে।