বড়দিনের পার্টিতে মহিলাদের সঙ্গে অভব্য়তা করার অভিযোগ উঠল দিল্লির দুই অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোদ শহর কলকাতারই এক হোটেলে। অভিযুক্ত ক্রিকেটারদের দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।
দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর এক আধিকারিক জানিয়েছেন যে, দিল্লি দলের ম্য়ানেজারের রিপোর্ট পাওয়ার পরেই তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন-কানেরিয়া-কাণ্ডে প্রাক্তন অধিনায়কদের প্রতিক্রিয়া চাইছে পিসিবি
বাংলার বিরুদ্ধে সিকে নায়ডু ট্রফি খেলতে এই মুহূর্তে দিল্লির দল রয়েছে শহরে। কলকাতার এক হোটেলে থাকছে টিম। ডিডিসিএ-র সূত্র বলছে ক্রিস্টমাস পার্টিতে অভিযুক্ত ক্রিকেটাররা কয়েকজন মহিলাকে ধাওয়া করেন।
এমনকী তাঁদের হোটেলের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিয়ে উত্ত্যক্ত করতে থাকে। এরপর মহিলারা হোটেলের রিসেপশনে অভিযোজ জানায়। এরপর ওই ক্রিকেটারদের অন্য় হোটেলে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁদের দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
ডিডিসিএ-র এক আধিকারিক দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, “ক্রিকেটারদের বিরুদ্ধে মহিলাদের উত্য়ক্ত করার অভিযোগ পাওয়ার পরেই তাঁদের ওই হোটেল থেকে সরিয়ে দেওয়া হয়। ম্য়ানেজারের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টা নিশ্চিত করি আমরা।”
আরও পড়ুন-নিরাপদ নয়, ভারতে ক্রিকেট বন্ধ হোক, আইসিসিকে আর্জি মিঁয়াদাদের
শুক্রবার থেকে দিল্লি বনাম বাংলার চার দিনের ম্যাচটি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মাঠে শুরু হয়েছে। প্রথমে ব্য়াট করে দিল্লি প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে।