Advertisment

U19 SAFF Cup final IND vs BAN: ঢাকার মাঠে ভারতীয়দের পাথর-ইঁট ছুঁড়ে শাসানি! নিরাপত্তার হুমকিতে জেতা ট্রফি দিতে হল বাংলাদেশকে

india u19 vs ban u19 SAFF Cup: অনুর্দ্ধ-১৯ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ঢাকার মুস্তাফা কামাল স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশি দর্শকদের তুলকালামের মধ্যেই ভারতীয় মহিলা ফুটবলাররা শুরুতেই এগিয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশের মহিলা দল। নির্ধারিত সময়ে ১-১ ফলাফলে শেষ হয় ম্যাচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
india u19 vs ban u19, saff cup, indian women football

SAFF cup final: ভারত-বাংলাদেশ ফাইনালে নাটকের পর নাটক (টুইটার)

u 19 women saff cup: দুই দেশের সম্পর্কের অবনতি এবং নিরাপপত্তার কারণে ভারত নিজেদের ট্রফি শেয়ার করতে বাধ্য হল বাংলাদেশের সঙ্গে। বৃহস্পতিবার অনুর্দ্ধ-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তবে দর্শকদের অসন্তোষে ভারতীয় মহিলা দল নিজেদের ট্রফি নিয়মবিরুদ্ধভাবে ভাগাভাগি করে নিল টুর্নামেন্টের আয়োজক দেশ বাংলাদেশের সঙ্গে।

Advertisment

ফেডারেশনের এক শীর্ষস্থানীয় কর্তা ট্রফি শেয়ার করার জন্য এই সিদ্ধান্তের জন্য বিদেশের মাঠে ভারতের নিরাপত্তার বিষয়টি তুলে ধরলেন। অনুর্দ্ধ-১৯ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ঢাকার মুস্তাফা কামাল স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশি দর্শকদের তুলকালামের মধ্যেই ভারতীয় মহিলা ফুটবলাররা শুরুতেই এগিয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশের মহিলা দল। এরপরে অতিরিক্ত সময় খেলানোর বদলে হঠাৎ রেফারি জানান, ম্যাচের ফয়সালা হবে পেনাল্টি শ্যুট আউটে।

সকলকে অবাক করেই দুই দলের ১১ জন ফুটবলার পেনাল্টি নেন। সাডেন ডেথে রেফারি এই পেনাল্টি পর্ব আরও চালিয়ে যেতে চাইছিলেন। তবে ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনার পর ঠিক হয় কয়েন টসের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। কয়েন টসে ভারত জয়ী হয়।

তবে বিতর্কের এখানেই শেষ নয়। বাংলাদেশ এভাবে পরাজয় মেনে নিতে পারছিল না। মাঠ ছাড়তেই অস্বীকার করে বাংলাদেশি মহিলারা। দর্শকরাও উত্তপ্ত হয়ে পড়ছিল। মাঠে মুহুর্মুহু জলের বোতল, ইঁট, পাথর ছুঁড়ে ফেলা হচ্ছিল। পরিস এরপরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর ম্যাচ কমিশনার দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করতে বাধ্য হন।

আরও পড়ুন: চিন সরকারের হুমকি, সমর্থকদের শাসানি মেসিকে! বিশ্বজয়ীকে ঘিরে ‘বিশ্বযুদ্ধের’ দামামা এশিয়ায়

ফেডারেশন সচিব সত্যনারায়ণ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন, "টসে ভারত জয়ী হওয়ার পরই যুগ্ম বিজয়ী মেনে নিতে হয় আমাদের। দর্শকরা উত্তপ্ত হয়ে পড়ছিল। নিরাপত্তার খাতিরেই আমরা ম্যাচ আধিকারিকদের অনুরোধে যুগ্ম বিজয়ী হওয়ার সিদ্ধান্ত মেনে নিই। ফুটবলার এবং আধিকারিকদের নিরাপত্তা যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের কাছে, তাই ম্যাচ আয়োজকদের অনুরোধ আমাদের মেনে নিতে হয়।"

টসে জয়-পরাজয় নির্ধারণ করার বিষয়টিই অভূতপূর্ব ছিল। কারণ কোনও ফুটবল ম্যাচের ফয়সালার জন্য এখনও পর্যন্ত কয়েন টস করার নজির নেই। ফিফা এবং এএফসির ম্যাচ কমিশনার অরুণাভ ভট্টাচার্য ম্যাচ দেখতে হাজির ছিলেন বাংলাদেশে। তিনি অবশ্য সরকারি দায়িত্বে ছিলেন না। তিনি বললেন, পেনাল্টি চালিয়ে যাওয়া উচিত ছিল।

গত বছর সাউথ-ইস্ট এশিয়া গেমসে অনুর্দ্ধ-২৩ ফাইনালে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ম্যাচে ম্যাচ কমিশনার ছিলেন অরুণাভ ভট্টাচার্য। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বললেন, "সরকারিভাবে এই ম্যাচ নিয়ে কোনও মন্তব্য করতে পারব না। তবে নিয়ম অনুযায়ী, ম্যাচের ফয়সালা না হওয়া পর্যন্ত পেনাল্টি টানা চালিয়ে যেতে পারত।"

বৃহস্পতিবার গোটা ঘটনা নাড়িয়ে দিয়েছে ফুটবল জগৎকে। সাফ-এর ফুটবল আধিকারিকরাও স্তম্ভিত। তবে ফেডারেশনের তরফে সরকারিভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও। ভারতীয় দল দেশে ফেরার পর বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে গোটা ঘটনার। তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবারই মহিলা দল প্রবল জনসমর্থনের মধ্যে দিল্লি ফিরে এসেছে। ঢাক-ঢোলের মধ্যে ফেডারেশনের কর্তারা মহিলা ফুটবলারদের বিমানবন্দরেই ফুলের মালা পরিয়ে দেন। অধিনায়ক নিতু লিন্দা জানিয়েছেন, "আমাদের স্বাগত জানাতে প্রচুর জনসমাগম হয়েছে বিমনাবন্দরে। ভবিষ্যতে এই ঘটনা আরও ভালো করার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে।"

Bangladesh Football Indian Football indian football team AIFF
Advertisment