Advertisment

বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা

ভারতের জয়ে উচ্ছ্বসিত সৌরভ এবং জয় শাহ। সরাসরি বোর্ডের তরফে পুরস্কারের ঘোষণা করা হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। রেকর্ড সংখ্যক পাঁচবারের মত চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে ভারতের ছোটরা। ঐতিহাসিক জয়ের পরেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে ছোটদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। সমস্ত প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কারও ঘোষণা করেন বোর্ড সভাপতি। জানিয়ে দেন বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার জয়ী দলের প্রত্যেক সদস্যকে ৪০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

Advertisment

সৌরভ টুইটে লেখেন, "অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়া, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন। বোর্ডের তরফে সামান্য স্বীকৃতি স্বরূপ প্রত্যেককে ৪০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তবে সকলের প্রচেষ্টা আসলে অমূল্য। দুর্দান্ত ব্যাপার।"

১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত নিজেদের নার্ভ ধরে রেখেছিল। এবং শেষমেশ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। চাপের মুখে ভারতের দুর্দান্ত খেলার প্রশংসাও করেছেন সৌরভ। জানিয়েছেন, "চাপের মুখে দারুণ স্কিল দেখালো ওঁরা। শ্বাসরুদ্ধকর ব্যাপার-স্যাপার।"

আরও পড়ুন: যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া! ভিভের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ছোটদের

এর আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন, ওয়ার্ল্ড কাপ জয়ী প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে। সাপোর্ট স্টাফদের জন্য দেওয়া হবে ২৫ লক্ষ করে।

জয় শাহের টুইট, "অনুর্দ্ধ-১৯ ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য জয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। তোমরা দেশকে গর্বিত করেছ।"

ঐতিহাসিক জয়ের পরে এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণ আবার ধন্যবাদ জানিয়েছেন নির্বাচকদের। "প্রথমত নির্বাচক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ নির্বাচক কমিটি একদম নতুন ছিল। সঠিক প্লেয়ার বাছাই করা বেশ চ্যালেঞ্জিং ছিল। হৃষিকেশ কানিতকর সহ সাইরাজ মুনিশ বালি এবং বাকি সপোর্ট স্টাফদের ধন্যবাদ প্রাপ্য। যেভাবে ওঁরা দলকে একত্রিত করেছে। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে দলকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেছে, সেটা অসাধারণ।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Team BCCI Sourav Ganguly ICC Cricket World Cup Indian Cricket Team
Advertisment