Advertisment

বাইশ গজে তীব্র ঝাঁকুনি, ভূমিকম্পে কেঁপে উঠল যুব বিশ্বকাপ, দেখুন ভিডিও

ক্রিকেট ম্যাচ চলাকালীনই কেঁপে উঠল মাঠ। যা নিয়ে তুমুল চর্চা। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যুব বিশ্বকাপের খেলা চলছে। কুইন্স পার্ক ওভালে ম্যাচ ছিল জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ডের। সেই ম্যাচেই আতঙ্ক নিয়ে হাজির হল ভূমিকম্প। পোর্ট অফ স্পেনের তীরবর্তী অঞ্চল কেঁপে উঠল ৫.২ মাত্রাএ ভূমিকম্প। ম্যাচ সঙ্গেসঙ্গেই স্থগিত করে দেওয়া হয়।

Advertisment

ম্যাচে সরাসরি ভূমিকম্প কোনও প্রভাব ফেলেনি। সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায়নি এই ঘটনা। তবে ধারাভাষ্যকাররা লাইভ সম্প্রচারের সময় ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করলেন। সেই সময় বোলিং করছিলেন আয়ারল্যান্ডের স্পিনার ম্যাথু হামফ্রে। ব্যাটিং করছিলেন জিম্বাবোয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। ধারাভাষ্যকারের রুম থেকে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, ভয়ঙ্করভাবে ক্যামেরা দুলছে। যদিও খেলা সেই সময়ে স্থগিত হয়নি। বেনেট মিড অফে যেমন রক্ষণাত্মক শট খেলেন। তারপরের বলই বাউন্ডারিতে পাঠিয়ে দেন তিনি।

আরও পড়ুন: শাস্ত্রীকে সরাসরি সরে যাওয়ার নির্দেশ দেন সৌরভ! বিষ্ফোরক দাবি পাক তারকার

সেই সময়েই ক্যামেরা ঝাঁকানি শুরু হতেই আইসিসি কমেন্টেটর এন্ড্রু লিওনার্দ বলতে থাকেন, "আমরা বোধহয় এই সময় ভূমিকম্প অনুভব করছি। অন্তত কমেন্ট্রি বক্সে তো সেরকমই মনে হচ্ছে। মনে হচ্ছে যেন পিছন দিয়ে ট্রেন ছুটে গেল। তবে শুধু ট্রেন নয়, মনে হচ্ছে গোটা কুইন্স পার্ক ওভালের কমেন্ট্রি বক্স ঝাঁকুনি দিচ্ছে।"

তার আগে টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে ভীষণ স্লো শুরু করেছিল। ম্যাথু ওয়েলচ ৯ করে রান আউট হয়ে যান। ক্যাপ্টেন ইমানুয়েল বাওয়াকে লেগবিফোর করেন ম্যাথু হামফ্রে। এরপরে তৃতীয় উইকেটে স্টিভেন সাউল এবং ব্রায়ান বেনেট ৫২ রানের পার্টনারশিপ গড়ে যান। সাউলকে বোল্ড করেন হামফ্রে। শেরজার্ড আট ওভার পরে ফেরান বেনেট। ৩৫ রানের ইনিংসে তিনটে বাউন্ডারি হাঁকিয়ে যান তিনি। শেষ পর্যন্ত জিম্বাবোয়ে পুরো পঞ্চাশ ওভার খেলার আগে মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন: মেরুদন্ডহীন হয়ে পড়বে ভারতীয় ক্রিকেট! সৌরভদের BCCI-কে তীব্র আক্রমণ শাস্ত্রীর

অল্প রান করলেও বল হাতে ভাল শুরু করেছিল জিম্বাবোয়ে। প্ৰথম কয়েক ওভারের মধ্যেই জিম্বাবোয়ে ফিরিয়ে দেয় নাথান ম্যাকগুইর এবং জশুয়া কক্স-কে। এরপরে জ্যাক ডিকসন এবং টিম টেক্টর ১৫৯ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে ফিনিশিং লাইনে ফিরিয়ে দেন। আইরিশদের হয়ে মুজাম্মিল শেরজার্ড পাঁচ উইকেট দখল করেন। আট উইকেটে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

earthquake cricket Cricket News
Advertisment