সিনিয়রদের ক্রিকেটে ভারতের কাছে পাকিস্তানের হার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে সিনিয়রদের বারবার হারের বদলা পাকিস্তান নিল যুবদের ক্রিকেটে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তান রবিবার হারিয়ে দিল ভারতকে। যুব এশিয়া কাপের লিগ পর্যায়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল পাক দল। আজান আহমেদের দুর্দান্ত সেঞ্চুরি এবং মহম্মদ জিশানের ধ্বংসাত্মক বোলিংয়ে জয়ের মুখ দেখল পাকিস্তান।
টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। প্ৰথমে ব্যাটিং করে ভারত স্কোরবোর্ডে ২৫৯/৯ তুলেছিল। এই রান অবশ্য ডিফেন্ড করতে পারেনি ভারতের যুবরা। ৪৭ ওভারে সহজভাবে পাকিস্তান টার্গেট চেজ করে হাতে ৮ উইকেট নিয়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টের শুভ সূচনা ঘটিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই হার হজম করতে হল।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। নড়বড়ে সূচনায় মাত্র ২৮ রানেই প্রথম উইকেট হারায় পাক দল। ৮ রান করে আউট হয়ে যান ওপেনার শামসিল হুসেন। এরপরে দ্বিতীয় উইকেটে শাহজেব খান এবং আজান আওয়েস জুটিতে ১১০ রান তুলে দেন।
তবে ১৩৮ রানের মাথায় শাহজেব আউট হয়ে যান ব্যক্তিগত ৬৩ রানে। নিজের ইনিংসে হাঁকান তিন ছয়, ফাহার5 বাউন্ডারি। দ্বিতীয় উইকেটের পতনের পর সাদ বেগকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আজান ওয়েইশ। ১৩০ বলে ১০ বাউন্ডারির সাহায্যে আজান ১০৫ করে যান। ভারতের হয়ে মুরুগান অভিষেক দুই উইকেট শিকার করেন।
পাকিস্তানের হয়ে আরও একবার দুর্ধর্ষ বোলিং করে যান ৬.৮ ফুটের মহম্মদ জিশান। ১০ ওভারে মাত্র ৪৬ রান খরচ করার ফাঁকে ৪ উইকেট দখল করেন তিনি। ওপেনার আদর্শ সিং ৬৮ রানের ইনিংস খেলে যান। ক্যাপ্টেন উদয় শরণ ৬০ রান করেন। ভারতীয় ইনিংসের লোয়ার অর্ডারে শচিন দাস ৪২ বলে ৫৮ করেন।