Advertisment

IND u19 vs AUS u19: বিশ্বকাপ জয়ের জন্য বরাদ্দ কত টাকা! আইসিসির সিদ্ধান্ত জানলে অবাক হবেন অনেকেই

U19 World Cup final, IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া দুই দলই সেমিতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে রোমহর্ষকভাবে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে। এবার চূড়ান্ত লড়াইয়ে নামছে ভারত-অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs australia, ind u19 vs aus u19, u19 world cup final

ind vs aus u19: ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া (টুইটার)

IND vs AUS Live Streaming, ICC U19 Word Cup 2024: যুব বিশ্বকাপের ফাইনালে ভারত নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগেই ভারতীয় সিনিয়র দল বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে হেরে গিয়ে স্বপ্নভঙ্গের শিকার হয়েছিল। এবার যুবাদের কাছে সেই হারের বদলা নেওয়ার পালা। দুই দলই সেমিতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে রোমহর্ষকভাবে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে।

Advertisment

বড় টার্গেট তাড়া করতে নেমে ভারত প্রোটিয়াজদের বিপক্ষে মাত্র ৩২ রানে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল। সেখান থেকে রেকর্ড পার্টনারশিপে ভারতকে জিতিয়ে দেন ক্যাপ্টেন উদয় সাহারান এবং শচীন ধাস। প্রোটিয়াজ স্পিডস্টার কোয়েনা এমপেখে এবং ট্রিস্টান লাসের বিষাক্ত পেস সামলে ভারতকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে দেন দুজনে।

অস্ট্রেলিয়া অন্যদিকে, পাকিস্তানের আলি রেজার পেস অতিক্রম করে নার্ভ শান্ত রেখে। পাঁচ বল এবং হাতে ১ উইকেট নিয়ে জয় সম্পন্ন করে অজিরা।

India vs Australia, U19 Cricket World Cup Final: Live Streaming Details

ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের ফাইনাল কবে, কখন হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-১৯ ফাইনাল হবে রবিবার ১১ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০ থেকে।

ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ ফাইনাল কোন ভেন্যুতে খেলা হবে?

ভারত বনাম অজিদের ক্রিকেট যুদ্ধ হবে বেনোনির উইলোমোর পার্কে।

ভারত বনাম অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনাল কোন চ্যানেলে উপভোগ যাবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের ফাইনালের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ডিজনি প্লাস হটস্টার ডিজিটাল প্ল্যাটফর্ম-এ দেখা যাবে এই ম্যাচ।

যুব বিশ্বকাপের ফাইনালের পুরস্কার মূল্য কত?

আইসিসির মার্কি ইভেন্ট হওয়ায় ক্রিকেট দুনিয়া আইসিসির পুরস্কার মূল্য জানতে আগ্রহী। তবে এই উত্তর জানলে অনেকেই অবাক হবেন। আসলে যুব বিশ্বকাপে রানার্স দল তো বটেই চ্যাম্পিয়ন দলের জন্যও কোনও পুরস্কার মূল্য বরাদ্দ নেই আইসিসির তরফ থেকে। অগাস্টম্যান নামক এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই। কারণ আইসিসির বক্তব্য, যুব স্তরে গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়ার জন্যই এই ইভেন্ট আয়োজন করে আইসিসি। তাই যুব পর্যায়ে কোনও ক্রিকেট ইভেন্টেই পুরস্কার মূল্য থাকে না। যদিও আইসিসির তরফে সরকারিভাবে এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।

আইসিসি প্রাইজ মানি না দিলেও অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ডের তরফে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। ২০২৩-এ যেমন ভারতের অনুর্দ্ধ-১৯ মহিলা দল চ্যাম্পিয়ন হওয়ায় বিসিসিআইয়ের তরফে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

Cricket Australia Australia Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Australia Cricket Team
Advertisment