২০২১-২০১৩ পর্যন্ত চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা করে দিল উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেন্ট পিটার্সবার্গ, মিউনিখ ও লন্ডনকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের অন্য়তম সেরা টুর্নামেন্টের শিরোপা নির্ধারক ম্য়াচের জন্য়। মঙ্গলবার উয়েফা স্লোভেনিয়ায় এক্সিকিউটিভ কমিটির বৈঠক করল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উয়েফা হক মাসেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছিল। বিশ্ব ফুটবলের হেভিওয়েট এই টুর্নামেন্টের জন্য় সাধারণত ফি-বছরের একটি ভেন্যুকেই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। এবার একসঙ্গে তিন বছরের পরিকল্পনা জানিয়ে দিল উয়েফা। জেনিত সেন্ট পিটার্সবার্গ, বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের জাতীয় দলের হোম ভেন্যুতেই খেলা হবে। এই প্রতিটি স্টেডিয়ামেই ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্য়াচগুলিও হবে।
আরও পড়ুন: লিগ টেবিলে চারে উঠে এল বার্সা, মাঠে নেমে ফের চোট মেসির
উয়েফা এক্সিকিউটিভ কমিটি ২০২১ ইউরোপা লিগের ফাইনাল দিয়েছে স্পেনের রামোন স্যাঞ্চেজ পিজুয়ান স্টেডিয়াম, সেভিয়ার ঘরের মাঠ এটা। অন্যদিকে ২০২১ সুপার কাপ খেলা হবে উত্তর আয়ারল্য়ান্ডের। বেলফাস্টের ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে চলতি বছরের চ্য়াম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্য়ে।