Advertisment

Euro 2020: পোল্যান্ড, রাশিয়া ইউরোর মূলপর্বে, জিতল জার্মানিও

গ্যারেথ বেলের গোলে ওয়েলশ ১-১ গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা অমীমাংসিত রাখল। এতে মূলপর্বে ওঠা থমকে গেল ক্রোটদের। পাশাপাশি, জার্মানি ও নেদারল্যান্ডও জিতে মূলপর্বে ওঠার আশা জিইয়ে রাখল।

author-image
IE Bangla Web Desk
New Update
Poland

জয়ের পরে পোল্যান্ড (টুইটার)

ইউরোর মূলপর্বে পৌঁছে গেল দুই পড়শি দেশ- পোল্যান্ড ও রাশিয়া। পোল্যান্ড জয় পেল নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে। অন্যদিকে, সাইপ্রাস আবার হারল রাশিয়ার কাছে। ১০ জনের সাইপ্রাসকে ৫-০ গোলে উড়িয়ে দিল রাশিয়া। ভ্যালেন্সিয়ায় খেলা ফরোয়ার্ড ডেনিস চেরিসেভ নিজে জোড়া গোল করলেন, জোড়া গোলে অ্যাসিস্টও করলেন।

Advertisment

গ্যারেথ বেলের গোলে ওয়েলশ ১-১ গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা অমীমাংসিত রাখল। এতে মূলপর্বে ওঠা থমকে গেল ক্রোটদের। পাশাপাশি, জার্মানি ও নেদারল্যান্ডও জিতে মূলপর্বে ওঠার আশা জিইয়ে রাখল। ১৪ মিনিটে জার্মানি ১০ জনে হয়ে গিয়েও এস্তোনিয়াকে ৩-০ গোলে হারাল। জার্মানদের জিততে সহায়তা করলেন ইকের গুন্দোগান। নিজে দুটো গোল করলেন। প্রতিপক্ষের ফ্র্যাঙ্ক লিভাককে বক্সের মধ্যে ফাউল করে লালকার্ড দেখেছিলেন এমরে ক্যান। তবে এতেও জিততে অসুবিধা হয়নি জার্মানদের।

আরও পড়ুন FIFA world cup 2018: নক্ষত্র পতন; মেসির পর রোনাল্ডোকেও হারাল বিশ্বকাপ

পোল্যান্ডের জয়ে নায়ক সেই রবার্ট লেওয়ানডস্কি। পোলিশদের দুটো গোলেই অ্যাসিস্ট করলেন লেওয়ানডস্কি। গোলদাতা চিকাগো ফায়ারে খেলা জেমস্ল ফ্যাঙ্কোস্কি এবং পরিবর্ত হিসেবে নামা আর্কাডিউজ মিলিক। এর ফলে গ্রুপে প্রথম দুই স্থানে থাকা নিশ্চিত করে ফেলল পোল্যান্ড। গ্রুপ জি-তে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়া স্লোভেনিয়াকে হারিয়ে মূলপর্বে ওঠার বিষয়ে এগিয়ে।

অস্ট্রিয়া ইউরোর মূলপর্বে প্রথম দল হিসেবে আগেই খেলা নিশ্চিত করেছে। কার্যত নিয়মরক্ষার ম্যাচেও বেলজিয়ানরা চোখ ধাঁধানো ফুটবল উপহার দিল। কাজাখস্তানকে ২-০ গোলে উড়িয়ে দিল রবার্তো মার্তিনেজের দল।

Read the full article in ENGLISH

Football Euro Cup
Advertisment