Advertisment

আফ্রিকান এই অচেনা দলই এবার টি২০ ওয়ার্ল্ড কাপে! অঘটনের অভিশাপে আর নেই জিম্বাবোয়ে

বিশ্বক্রিকেটে নতুন দলের আত্মপ্রকাশ

author-image
IE Bangla Sports Desk
New Update
uganda

বিশ্বকাপে কোয়াকিফাই করার পর উগান্ডার জাতীয় দল (টুইটার)

বৃহস্পতিবার ইতিহাস গড়ল উগান্ডার ক্রিকেট টিম। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে চলা টি২০ ওয়ার্ল্ড কাপে উগান্ডা প্ৰথমবার যে কোনও বিশ্বকাপের সংস্করণে খেলার স্বাদ পাবে। টি-২০ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারে উগান্ডা এদিন হারাল রোয়ান্ডাকে। ২০ ওভারে উগান্ডা মাত্র ৬৬ রান চেজ করল ৯ উইকেট হাতে রেখে।

Advertisment

নামিবিয়ার পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে কোয়ালিফায়ারের বাধা টপকাল উগান্ডা। মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে ছয়টা ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে তাঁরা। আফ্রিকান রিজিয়ন নামিবিয়ার পর কোয়ালিফায়ারে দ্বিতীয় স্থানে ফিনিশ করল উগান্ডা।

কোয়ালিফায়ারে স্বপ্নের দৌড়ে উগান্ডা হারিয়েছে আফ্রিকান শক্তিশালী দল জিম্বাবোয়েকেও। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরিচিত দল জিম্বাবোয়েকে। একাধিকবার দুই ফরম্যাটের বিশ্বকাপেও অংশ নিয়েছে জিম্বাবোয়ে। এমনকি গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি২০ ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে। এবার জিম্বাবোয়েকে হারানোর সঙ্গেসঙ্গেই আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্ৰথমবার জয়ের স্বাদ পেল উগান্ডা। আর উগান্ডার স্বপ্নের উত্থানের জন্যই এবার টি২০ ওয়ার্ল্ড কাপে খেলার আশা পূরণ হবে না জিম্বাবোয়ের।

জিম্বাবোয়ে এই মুহূর্তে আফ্রিকান কোয়ালিফায়ার রাউন্ডে নামিবিয়া, উগান্ডার পর তৃতীয় স্থানে রয়েছে। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে। আফ্রিকান কোয়ালিফায়ার রাউন্ডের পরেই টি২০ ওয়ার্ল্ড কাপের ২০ দেশের নাম চূড়ান্ত হয়ে গেল। আগামী বছরের জুনে ৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত টি২০ ওয়ার্ল্ড কাপের আসর বসছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল সুপার-৮ পর্বে পৌঁছবে। তারপরই হবে সেমিফাইনাল এবং ফাইনাল।

২০২৪ টি-২০ ওয়ার্ল্ড কাপের জন্য যে দল কোয়ালিফাই করেছে:
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া এবং উগান্ডা

T20 World Cup ICC Cricket World Cup Cricket News Cricket World Cup
Advertisment