/indian-express-bangla/media/media_files/2025/03/10/FCBYIW0loJEx9tQROeq1.jpg)
Team India Dressing Room: রোহিত শর্মার সাংবাদিক বৈঠক চলাকালীন ভারতীয় ড্রেসিংরুমের দৃশ্য। (ছবি- বিসিসিআই)
India’s Unbeaten Champions Trophy Run – Rohit Sharma’s Reaction: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অবিশ্বাস্য এক কীর্তি গড়ল। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরেই শিরোপা জিতে নিল টিম ইন্ডিয়া! ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করল ভারত। এই জয়ের পর রোহিত শর্মা বলেন, 'আমরা পাঁচটি ম্যাচ খেলেছি, পাঁচবার টস হেরেছি, তবু চ্যাম্পিয়ন হয়েছি! এটা সত্যিই গর্বের বিষয়।'
অপরাজিত থেকে চ্যাম্পিয়ন, ভারতীয় দলের শক্তি কোথায়?
রোহিতের মতে, দলের প্রতিটি খেলোয়াড় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলেন। তিনি বলেন, 'এই দলে প্রত্যেকের ভূমিকা স্পষ্ট। সবাই জানত তাঁদের কী করতে হবে। মাঠে আবেগের বহিঃপ্রকাশ থাকবেই, কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল জয়।'
Captain Rohit Sharma reaction after loss another toss.😭😂 #INDvsNZ
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 9, 2025
Rohit be like : "ab me kya Karu isme"😂👌 pic.twitter.com/OSBcf194oP
রবিবার টস হারার পর রোহিত শর্মা বলেন, 'আমরা এখানে অনেকবার এসেছি, প্রথমে ব্যাটিং করেছি, প্রথমে বলও করেছি, তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করায় কোনও সমস্যা হবে বলে মনে করছি না। পিচের খুব একটা পরিবর্তন হয়নি, আমরা রান তাড়া করেও ম্যাচ জিতেছি। এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আর, এই আত্মবিশ্বাস বাড়ায় আমরা টসকে ম্যাচের নির্ধারক বিষয় মনে করার থেকে দূরে সরে আসতে পেরেছি। দিনের শেষে আসল ব্যাপার হল, কতটা ভালো খেললাম সেটাই। আমরা ড্রেসিংরুমে এনিয়ে আলোচনাও করেছি— টস নিয়ে চিন্তা না-করে ভালো খেলতে হবে। এটাই আমরা করে আসছি এবং আজও সেটাই করতে হবে।'
ভারতের ইতিহাস গড়া রেকর্ড!
- ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
- ২০১৩ সালে ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার ট্রফি জিতেছিল দল।
- ২০২৫ সালে রোহিতের নেতৃত্বে তৃতীয়বার এই শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া।
- ২০২৩ থেকে তিনটি পরপর আইসিসি ইভেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত (বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।
আরও পড়ুন- জিতেই টাকার সুনামিতে ভাসছেন রোহিতরা, কত পুরস্কারমূল্য পেল টিম ইন্ডিয়া?
ভারতের পরবর্তী লক্ষ্য কী?
মাত্র ৮ মাস আগে টি-২০ বিশ্বকাপ জয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি– টানা সাফল্যে রোহিত শর্মার দল উজ্জীবিত। আগামী একদিনের (ওয়ানডে) বিশ্বকাপেও ভারত কি তাদের আধিপত্য ধরে রাখতে পারবে? এটাই এখন দেখতে চান সমর্থকরা।