Advertisment

ইতালির বিখ্যাত অ্যাকাডেমির সঙ্গে সংযুক্তির সম্ভবনা ইউনাইটেড এসসির, বাংলায় এলেন মারিও

ইউনাইটেড এর লক্ষ্য কোনও ইউরোপিয়ান অ্যাকাডেমির সঙ্গে গাঁটছড়া বাঁধা। সেই উদ্দেশ্যেই এবার বাংলায় আগমন ঘটল পেশকার একাডেমির আন্তর্জাতিক ম্যানেজার মারিও ফেরার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

যুব ফুটবল পর্যায়ে ইউনাইটেড এফসির চমক অব্যাহত। ইউরোপীয় কোনও একাডেমির সঙ্গে যাতে গাঁটছড়া বাঁধা যায়, সেই লক্ষ্যেই এবার ঝাঁপিয়ে পড়েছেন ইউনাইটেড এফসি কর্তারা। ইউনাইটেডের পরিকাঠামো খতিয়ে দেখতে এবার কল্যাণীতে পা পড়ল ফেরি ফালকো মারিও-র। যিনি ইতালির বিখ্যাত পাসকারা এফসির প্রাক্তন ফুটবলার। বিশ্ব ফুটবলের সাম্প্রতিক অতীতের কিছু ইতালিয়ান সুপারস্টার সিরো ইম্মোবিল, লরেঞ্জ ইনসাইনে, মার্কো ভেরাত্তিরা যে একাডেমি থেকে উঠে এসেছেন, তাদের সঙ্গেই গাঁটছড়া বাঁধার উজ্জ্বল সম্ভবনা তৈরি হয়েছে বাংলার ক্লাবের।

Advertisment

নিজেদের যুব খেলোয়াড় দের ওখানে ট্রেনিং করতে পাঠানো যায় এবং বদলে ওখানকার অ্যাকাডেমির পাশ করা প্লেয়ার দের কলকাতা লিগে খেলানো যায়। সেই পরিদর্শনের উদ্দেশ্যেই মারিওর ভারতে আগমন।

আরও পড়ুন: সুভাষের নামে প্ৰথম সম্মানই ডার্বি-নায়ক কিয়ানকে! বড় ঘোষণা সবুজ-মেরুনের

সোমবার কল্যাণী স্টেডিয়ামে একটা ছোট ঘরোয়া অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় ইতালির পেশকারা এফ সি র অ্যাকাডেমির আন্তর্জাতিক ম্যানেজার ফেরি ফালকাও মারিও। যিনি পেশকারা এফসির প্রাক্তন প্লেয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সম্পাদক জয়দীপ মুখার্জি, বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য, ইউনাইটেড এর কোচ স্টিভ হার্বৎস, অঞ্জন নাথ এবং কল্যানী স্টেডিয়ামের অধিকর্তা ডক্টর নিলিমেশ রায় চৌধুরী।

publive-image

ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য জানিয়েছেন, "বহুদিন ধরেই আমরা কোনো ইউরোপিয়ান অ্যাকাডেমির সঙ্গে সংযুক্তির চেষ্টা করছি। যাতে আমাদের প্রতিশ্রুতিবান প্লেয়ার সেখানে ট্রেনিং এর সুযোগ পায়, এবং তাদের অ্যাকাডেমি থেকে বেরোনো তরুণ এবং ভালো প্লেয়ার রা আমাদের হয়ে কলকাতা লিগে খেলার সুযোগ পায়। সঙ্গে কোচদের প্রশিক্ষণ, এবং আধুনিক ফুটবলের অন্যান্য দিক গুলো খুলে যায় আমাদের দলের সদস্যদের সামনে। সেই উদ্দেশ্যেই মারিও এসেছেন।"

আরও পড়ুন: ইস্ট-মোহনই শেষ নয়, কিয়ানকে ভারতের জার্সিতে দেখতে চাই, বলছেন গর্বিত জামশিদ

publive-image

জানা গিয়েছে, কল্যাণীতে আপাতত থাকবেন মারিও। ইউনাইটেড দলের সঙ্গে অনুশীলনও করবেন। এবং সেই সঙ্গে স্থানীয় পর্যায়ের কিছু টুর্নামেন্টে অংশ নিতে দেখা যেতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Football Kolkata Football Indian Football
Advertisment