নেদারল্যান্ডসকে হারিয়ে ফের বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের মেয়েরা
FIFA Women’s World Cup: মহিলাদের ফুটবল বিশ্বকাপে ফের বাজিমাত করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। রবিবাসরীয় ফ্রান্সের লিঁয়তে নেদারল্যান্ডসকে ২-০ হারিয়ে ব্য়াক-টু-ব্য়াক বিশ্বকাপ জিতল তারা।
FIFA Women’s World Cup: মহিলাদের ফুটবল বিশ্বকাপে ফের বাজিমাত করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। রবিবাসরীয় ফ্রান্সের লিঁয়তে নেদারল্যান্ডসকে ২-০ হারিয়ে ব্য়াক-টু-ব্য়াক বিশ্বকাপ জিতল তারা।
FIFA Women’s World Cup: মহিলাদের ফুটবল বিশ্বকাপে ফের বাজিমাত করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। রবিবাসরীয় ফ্রান্সের লিঁয়তে নেদারল্যান্ডসকে ২-০ হারিয়ে ব্য়াক-টু-ব্য়াক বিশ্বকাপ জিতল তারা। মোট চতুর্থবার ফুটবলের শো-পিস ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালে প্রথম বিশ্বকাপ জেতে যুক্তরাষ্ট্র। এরপর ১৯৯৯ ও ২০১৫ সালেও ফুটবলের সেরার সেরা দেশের মুকুট উঠেছিল তাদের মাথায়।
Advertisment
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন মেগান র্যাপিনো। ডি-বক্সের মধ্যে অ্যালেক্স মর্গ্য়ানকে ফাউল করায় রেফারি ভিআরএস প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। বিশ্বকাপে র্যাপিনো-মর্গ্য়ান দু'জনেই হাফ ডজন করে গোল করেছেন। কিন্তু করানোয় কার্যকরী ভূমিকা নেওয়ায় র্যাপিনো পেলেন সোনার বুট। প্রথম গোলের আট মিনিটের মধ্য়েই দ্বিতীয় গোলটি করে ফেলেন রোজ ল্যাভেল। এরপর ম্যাচে আর সমতায় ফেরেনি ডাচ বাহিনী। ইউরো চ্যাম্পিয়নদের হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র।
এই বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ইংল্যান্ড। তারা সুইডেন ২-১ গোলে হারিয়েছিল তৃতীয় স্থান নির্ধারণকারী ম্য়াচে। অন্যদিকে কোপা আমেরিকায় নবম বারের জন্য় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তারা ফাইনালে ৩-১ গোলে পেরুকে হারিয়ে এক যুগ পর ফের এই শিরোপা জিতেছে। দেখতে গেলে শেষ ২৪ ঘণ্টায় বিশ্বের দুই প্রান্ত সাক্ষী থেকেছে ফুটবলের মেগা দুই ইভেন্টের ফাইনাল ম্য়াচের।