Unmukt Chand career: মুখ খুললেন উন্মুক্ত চাঁদ। আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত টি২০ বিশ্বকাপ ক্রিকেট দলে তিনি জায়গা পাননি। এই নিয়েই এবার তিনি মুখ খুলেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আমেরিকার হয়ে খেলবেন জন্যই ২০২১ সালে আমেরিকায় চলে গিয়েছেন। এবছর আমেরিকা টি২০ বিশ্বকাপ ক্রিকেটও খেলেছে। কিন্ত, সেখানকার বিশ্বকাপ ক্রিকেট দলে উন্মুক্ত চাঁদ জায়গা পাননি। ২০২১ থেকে তিনি আমেরিকায় আছেন। এখনও পর্যন্ত আমেরিকার জাতীয় দলে তাঁকে ডাকাই হয়নি। সেসব নিয়েই এবার উন্মুক্ত চাঁদ মুখ খুলেছেন।
তবে, ক্রিকেটপ্রেমীদের একাংশের আশা ছিল, উন্মুক্ত চাঁদকে এবার আমেরিকা দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। শেষ পর্যন্ত সুযোগ পেলেন না কেন? এই ব্যাপারে বলতে গিয়ে উন্মুক্ত চাঁদ জানিয়েছেন, তিনি নিজেও গোটা ঘটনায় বেশ হতাশ। তাঁর কথায়, 'এমনটা হওয়ার কথা ছিল না। আমি নিজেও গত তিনবছর ধরে আমেরিকার হয়ে খেলব, সেই স্বপ্নই দেখছি। ভেবেছিলাম, আমাকে বাছাই করা হবে। ভারতে যতটুকু সাফল্য পেয়েছি, সেসব ছেড়ে এখানে এসে নতুন করে লড়াই করাটা সহজ ব্যাপার না। খুবই কঠিন ব্যাপার। ঠিক কী হয়েছে বলতে পারব না। কিন্তু, এখানে আমি এখনও আমার সেরাটা দিতে পারিনি।'
আমেরিকার হয়ে খেলবেন জন্য উন্মুক্ত আইপিএল খেলার লোভও ত্যাগ করেছিলেন। ২০২৪ সালে তিনি আমেরিকার হয়ে খেলতেও পারতেন। কিন্তু, দলেই ডাক পাননি। অথচ, উন্মুক্ত নেতৃত্বাধীন বিশ্বজয়ী ভারতীয় দলে ছিলেন হরমিত সিং। তিনি কিন্তু, আমেরিকার জাতীয় দলের হয়ে খেলেছেন। উন্মুক্তের সঙ্গেই দিল্লির হয়ে খেলেছিলেন মিলিন্দ কুমার। তিনিও আমেরিকার জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন।
এবারের টি২০ বিশ্বকাপে আমেরিকার নেতৃত্বে ছিলেন মোনাঙ্ক প্যাটেল। বিশ্বকাপে এবার আমেরিকা সুপার ৮ পর্যায় পর্যন্ত উঠেছিল। কানাডাকে হারিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। শুধু তাই নয়। এবারের টি২০ বিশ্বকাপে ১৯৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে আমেরিকা। টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়েছে। সুপার ওভার পর্যন্ত দুর্দান্ত লড়াই করে আমেরিকা জয় ছিনিয়ে নিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য ভারতের কাছে আমেরিকাকে হারতে হয়েছে। আর, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
তবে, সুপার ৮-এ তিনটি ম্যাচেই হেরেছে আমেরিকা। তার মধ্যেই অবশ্য ২০২৬ টি২০ বিশ্বকাপের জন্য তারা যোগ্যতা অর্জন করে ফেলেছে। ২০২৬ টি২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। দু'বছর পর সেই টি২০ বিশ্বকাপ হবে আমেরিকার খেলা দ্বিতীয় টি২০ বিশ্বকাপ।