/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/team-India-3.jpg)
একের পর এক কীর্তি গড়েই চলেছেন ভারতের যুব বিশ্বকাপ জয়ী তারকা উন্মুক্ত চাঁদ। প্ৰথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগে অংশ নেওয়ার নজির গড়েছিলেন। এবার তিনি প্ৰথম ভারতীয় হিসাবে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আগামী বছরের শুরুতেই বাংলাদেশে বসছে বিপিএলের আসর। সেখানে উন্মুক্ত চাঁদকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে দেখা যাবে। গত বুধবারই বিপিএল-এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উন্মুক্তকে তুলে নিয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি।
ভারতীয় ক্রিকেটে অবসর ঘোষণা করায় বিদেশের লিগে নাম লেখাতে বাধা নেই উন্মুক্তের। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেট মহলে সক্রিয় ক্রিকেটাররা বিদেশের লিগে কোনওভাবেই খেলতে পারবেন না। একমাত্র দেশের ক্রিকেটে অবসর নিলে বিদেশের লিগে অংশগ্রহণে বাধা নেই। গত অগাস্টেই উন্মুক্ত ভারতীয় ক্রিকেটে পাততাড়ি গুটিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেতাবও জিতেছেন।
আরও পড়ুন: বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতা! ছাঁটাই হচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের বিখ্যাত বিদেশি কোচ
আপাতত তিনি যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় ফোকাস করছেন। ২০২৪ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেই মার্কিনী দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাঁকে। বর্তমানে সান ফ্রান্সিসকোর বাসিন্দা উন্মুক্ত আগামী বছর থেকে শুরু হতে চলা মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন।
অতীতে আইপিএলে খেলেছেন ২৮ বছরের দিল্লির তারকা। হাই প্রোফাইল লিগে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২১ ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। সবমিলিয়ে উন্মুক্তের ঝুলিতে রয়েছে ৭৯ টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। কুড়ি কুড়ির ক্রিকেটে ৩টে সেঞ্চুরি, ৫টা হাফসেঞ্চুরি সমেত মোট ১৫৬৫ রান করেছেন।
Looking forward to be back in the subcontinent and play the #BangladeshPremierLeague#grateful@BCBtigers@ctgchallengerspic.twitter.com/alOqPfitNm
— Unmukt Chand (@UnmuktChand9) November 23, 2022
তবে বিগ ব্যাশে প্ৰথম ভারতীয় হিসাবে নাম লেখানোর অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি তারকার। মাত্র দুটো ম্যাচে মেলবোর্ন রেনেগ্রাডসের হয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। দুই ম্যাচে করেছেন মাত্র ৩৫ রান। সর্বোচ্চ স্কোর মাত্র ২৯।
২০১২-য় যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় ১১১ করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। তারপরে উন্মুক্তকে ভারতের জাতীয় দলের পরবর্তী নক্ষত্র হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তবে টিম ইন্ডিয়ার হয়ে তাঁর যাত্রাপথ কিক অফ-ই করল না। নির্বাচকরা কখনই সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ দেননি উন্মুক্তকে।