Uruguay vs France Live Score, FIFA World Cup 2018 Live Streaming: এই বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত অবস্থাতেই মাঠে নেমেছিল দু'দল। দুজনেরই ঝুলিতে সাতটি করে গোল। এই ম্যাচ দুই ক্লাবের সতীর্থদেরও লড়াই বটে। একদিকে আন্তোয়ান গ্রিজমান এবং লুকাস হেরনান্দেজ, অন্যদিকে দিয়েগো গোদিন এবং হোসে জিমেনেজ, চারজনেই অ্যাটলেটিকো মাদ্রিদ। আবার রয়েছেন পি এস জি সতীর্থ এডিন্সন কাভানি, ওদিকে কিলিয়ান এম্বাপে। যদিও আজ, 2018 FIFA World Cup-এর প্রথম কোয়ার্টার ফাইনালে কাভানির মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ মনে হচ্ছে। মনে রাখবেন, পর্তুগালের বিরুদ্ধে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। Catch live scores and updates from Uruguay vs France in FIFA World Cup 2018 Quarterfinals.
শেষ পর্যন্ত কাভানির অনুপস্থিতিই হয়ত তফাৎ গড়ে দিল দু দলের মধ্যে। এবং ফ্রান্স আরেকবার বুঝিয়ে দিল, কেন তারা এবছর বিশ্বকাপের দাবিদার হিসেবে গণ্য হচ্ছে।
9.23 pm: রেফারির বাঁশি! ২০১৮ বিশ্বকাপের সেমি ফাইনালে ফ্রান্স!
9.21 pm: ২০০৬ বিশ্বকাপেও সেমি ফাইনালে পৌঁছেছিল ফ্রান্স, এবং তারপর ফাইনালে, যেখানে পেনাল্টিতে হারে তারা
9.17 pm: ব্যর্থ ফ্রি কিক উরুগুয়ের। ৯০ মিনিটের রেগুলেশন টাইম শেষ। পাঁচ মিনিটের ইনজুরি টাইম শুরু। উরুগুয়ের সবাই উঠে এসে খেলছেন
9.15 pm: উল্লসিত ফরাসি সমর্থকেরা। খুব অঘটন না ঘটলে তাঁদের টিম ব্রাজিল অথবা বেলজিয়ামের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে চলেছে
9.12 pm: বিশ্বকাপের মঞ্চে আজ সম্ভবত সুয়ারেজের শেষ খেলা
Kylian Mbappe is the first teenager to score three goals in a #worldcup since Pele in 1958.
Pele scored SIX ????
Live: https://t.co/V1Fo6GC4Uw#URU #FRA #URUFRA #bbcworldcup #Worldcup pic.twitter.com/nhmCP2KBHY
— Match of the Day (@BBCMOTD) July 6, 2018
9.09 pm: খেলার ৮২ মিনিট অতিক্রান্ত
9.06 pm: নাটকীয় দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠেছে, যদিও উরুগুয়ের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিনতর হয়ে উঠছে
9.04 pm: দু'দলের মাঝে কিঞ্চিৎ ভুল বোঝাবুঝির ফলে এম্বাপে এবং রড্রিগেজ উভয়েই হলুদ কার্ড দেখলেন
9.00 pm: খুব সহজেই তিন নম্বর গোল হতে পারত ফ্রান্সের!!!
8.55 pm: হৃদয়বিদারক গোল। কিপার মুসলেরার হাতে লেগেও তাঁর বোঝার ভুলে ধীরগতিতে বাউন্স করে জালে বল
8.50 pm: গো-ও-ও-ও-ও-ও-ও-ল!!!!! ফ্রান্স ২-০!!!
8.46 pm: মাঠ ছাড়লেন স্টুয়ানি, রড্রিগেজ এলেন
8.45 pm: গত ১৬টি বিশ্বকাপ ম্যাচে উরুগুয়ে প্রথমে গোল খেয়ে থাকলে জিততে পারে নি
16 - Uruguay haven't won any of their last 16 World Cup games in which they've conceded the first goal (D3 L13), since beating France 2-1 in 1966. Possibility. #URU #FRA #WorldCup #URUFRA
— OptaJoe (@OptaJoe) July 6, 2018
8.40 pm: এখন পর্যন্ত বলার মত কিছু ঘটেনি দ্বিতীয়ার্ধে
8.29 pm: হাফ টাইম প্রায় শেষ। একটা কথা নিশ্চিত - কাভানির অভাব প্রবলভাবে টের পাচ্ছে উরুগুয়ে
8.20 pm: হাফ টাইমের বিরতি
8.14 pm: এই বিশ্বকাপে প্রথমবার পিছিয়ে থেকে হাফ টাইমে যাওয়ার মুখে উরুগুয়ে। অল্পের জন্য ১-১ হতে গিয়েও হলো না, সৌজন্যে লরিসের অসামান্য সেভ
8.12 pm: অপূর্ব হেডার রাফায়েল ভারানের, গ্রিজমানের ফ্রি কিক থেকে। তাঁর দেশের হয়ে তৃতীয় গোল, এবং এই বিশ্বকাপে এই নিয়ে মোটে দু'গোল খেল উরুগুয়ে
8.10 pm: গো-ও-ও-ও-ও-ও-ল!!!! ফ্রান্স ১-০!
8.06 pm: পরপর আক্রমণ যথাক্রমে ফ্রান্স এবং উরুগুয়ের, কিন্তু এখনো গোলশূন্য
8.04 pm: ম্যাচের ৩২ মিনিটের শেষে হলুদ কার্ড দেখলেন হেরনান্দেজ, উরুগুয়ের ফ্রি কিক, কাজে লাগল না
7.57 pm: খেলার ২৭ মিনিট অতিক্রান্ত। এখনো গোলশূন্য, যদিও দু'তরফেই বেশ কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ দেখা গেছে। গোল না হলেও, শোরগোল হয়েছে বটে!
7.51 pm: জাতীয় সঙ্গীতের পর হুড়মুড়িয়ে শুরু ফার্স্ট হাফ। দুই দলই তেড়েফুঁড়ে গোল করার চেষ্টায়, যদিও ২০ মিনিটের মাথায় ম্যাচ এখনো গোলশূন্য। এম্বাপে ইতিমধ্যেই একটি হেডারে নজর কেড়েছেন।
7.25 pm: দু দলের প্রথম একাদশ
Uruguay: Muslera, Caceres, Gimenez, Godin, Laxalt, Nandez, Torreira, Vecino, Bentancur, Suarez, Stuani.
Subs: Campana, Varela, Sanchez, Rodriguez, De Arrascaeta, Gaston Silva, Maxi Pereira, Gomez, Coates, Urreta, Martin Silva.
France: Lloris, Pavard, Varane, Umtiti, Lucas, Pogba, Kante, Mbappe-Lottin, Griezmann, Tolisso, Giroud.
Subs: Mandanda, Kimpembe, Lemar, Dembele, Nzonzi, Rami, Fekir, Sidibe, Thauvin, Mendy, Areola.
Your teams for this afternoon... #URUFRA // #WorldCup pic.twitter.com/ZENvKqeIZH
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 6, 2018