রবিবার জুয়ান মার্টিন ডেল পোত্রোকে হারিয়ে কেরিয়ারের তৃতীয় যুক্তরাষ্ট্র ওপেন ছিনিয়ে নিয়েছেন নোভক জকোভিচ। ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-৩ সেটে ম্যাচ জিতে নিয়েছেন তিনি। ২০১১, ২০১৫-র পর ফের ২০১৮-তে চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। এরই সঙ্গে জকোভিচের ঝুলিতে চলে আসল ১৪ নম্বর গ্র্যান্ড স্লামটি। সার্বিয়ান সুপারস্টার ছুঁয়ে ফেললেন টেনিসের কিংবদন্তি পিট সাম্প্রাসকে। আজ রজার ফেডেরার ও রাফায়েল নাদালের পরেই জকোভিচের নামটা উচ্চারিত হয়। টেনিসের ‘বিগ-থ্রি’ বলতেই তাঁরা। যুক্তরাষ্ট্র ওপেন জিতে জোকার বললেন যে. আজ ফেডেরার-নাদালের অনুপ্রেরণাতে তিনি এই জায়গায় এসেছেন।
আরও পড়ুন: কে এই নাওমি ওসাকা? নয়া যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের সম্বন্ধে কিছু তথ্য়
সাম্প্রাসই ছিলেন জোকারের ছোটবেলার আইডল। তাঁর প্রসঙ্গে জকোভিচ বললেন, “আমি ছোট থেকে সাম্প্রাসের খেলা দেখা বড় হয়েছি। সাম্প্রাসের প্রথম বা দ্বিতীয় উইম্বলডনই হবে। তখনই আমি প্রথম টেনিস খেলা দেখি টিভিতে। ওখান থেকেই খেলার অনুপ্রেরণা পেয়েছিলাম। আজ ওনার কাঁধে কাঁধ মেলানোর তাৎপর্যই আলাদ।” জোকার আরও বলছেন যে, ১০ বছর আগে হলেও তিনি বলতে না যে, ফেডেরার-নাদালের সঙ্গে খেলতে পেরে খুশি। কিন্তু এখন তাঁর চিন্তাভাবনা বদলে গিয়েছে। জকোভিচ জানালেন, “ফেডেরার-নাদালের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতাই আমাকে তৈরি করেছে। আজ আমি ওদের জন্যই এই জায়গায় আসতে পেরেছি। ওদের কাছে আমি ঋণী।” এই নাদালকে হারিয়েই চলতি বছর উইম্বলডন জিতেছেন জকোভিচ।