scorecardresearch

মেসি-নেইমারদের কোপা এবার হবে না লাতিন আমেরিকায়! নতুন দেশে বসছে ধুন্ধুমার যুদ্ধের আসর

লাতিন আমেরিকার বাইরে চলে যাচ্ছে কোপা আমেরিকা

মেসি-নেইমারদের কোপা এবার হবে না লাতিন আমেরিকায়! নতুন দেশে বসছে ধুন্ধুমার যুদ্ধের আসর

লাতিন আমেরিকা নয়, ২০২৪-এর কোপা আমেরিকা আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কনকাকাফ এবং কনমেবল ফুটবল ফেডারেশনের তরফে শুক্রবারই এই নিয়ে বড়সড় ঘোষণা করা হয়। দুই ফুটবল সংস্থার যৌথ পার্টনারশিপের উদ্যোগে এবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও দুই উপমহাদেশের মধ্যে একটি ক্লাব ফুটবলও আয়োজন করা হবে।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবল) কোপা আমেরিকায় এবার আমন্ত্রণ জানাচ্ছে ছয়টি কনকাকাফ-এলাকার (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) দেশকে।

এই নিয়ে কোপার ইতিহাসে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। ২০১৬-য় স্মারক সংস্করণ এর আগে আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সেবার-ও ছয়টি কনকাকাফ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কনকাকাফ এবং কনমেবল যৌথভাবে ঘোষণা করল দুই এলাকার দুটো করে দল নিয়ে ক্লাব পর্যায়ের একটি টুর্নামেন্ট চালু করা হবে। কোপা লিবারতোদেস এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেরা দুটি করে ক্লাব এই প্রতিযোগিতার অংশগ্রহণ করবে।

কনমেবল ফুটবল সংস্থার প্রেসিডেন্ট আলেহান্দ্র ডমিনগুয়েজ শুক্রবার এই বিবৃতিতে জানিয়েছেন, “ঐতিহাসিক এবং আবেগের সঙ্গে কনকাকাফ এবং কনমেবল জড়িত। সবার ওপরে আমাদের যে বিষয়ে সংযুক্ত করেছে, তা হল ফুটবলের প্রতি ভালবাসা। আমেরিকানদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্যই হল ফুটবল। এই প্যাশনের হাত ধরেই আমরা আরও প্রতিদ্বন্দিতাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চাই। যাতে ফুটবল নিজের মূল্যবোধের মাধ্যমে এলাকাকে সমৃদ্ধ করতে পারে।”

কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি জানিয়েছেন, “কনকাকাফ এবং কনমেবল এলাকার মেয়েদের এবং ছেলেদের ফুটবলে ক্রমবর্ধমান উন্নতিতে সহায়ক হবে এই যৌথ উদ্যোগ। দুই ফুটবল সংস্থাই এতে উপকৃত হবে।”

মেয়েদের ফুটবলে কনকাকাফ ফুটবল সংস্থার তরফে আয়োজিত গোল্ড কাপের জন্য চারটি লাতিন আমেরিকার দেশের ফুটবলকে আমন্ত্রণ জানানো হবে। ২০২৪-এ এই সংস্করণের প্ৰথম টুর্নামেন্ট আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Usa to host 2024 copa america conmebol concacaf announce